চোট সমস্যার জের! ডায়মন্ড হারবার ম্যাচে নেই বাগানের এই ফুটবলার

যথেষ্ট ভালো ছন্দের মধ্যে দিয়েই ডুরান্ড কাপ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant )। টুর্নামেন্টের দুইটি ম্যাচে অতি সহজেই এসেছে জয়। গত…

kiyan nassiri

যথেষ্ট ভালো ছন্দের মধ্যে দিয়েই ডুরান্ড কাপ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant )। টুর্নামেন্টের দুইটি ম্যাচে অতি সহজেই এসেছে জয়। গত মাসের শেষের দিকে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছিল লিস্টন কোলাসোরা‌। তারপর কিছুদিন আগেই সেই ছন্দ বজায় রেখেই বড় ব্যবধানে বিএসএফ দলকে পরাজিত করে সাহাল আব্দুল সামাদরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এবার আগামী ৯ই আগস্ট গ্রুপ পর্বের অন্তিম ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কিবু ভিকুনার শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি।

কাজেই এবার লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন হোসে মোলিনা। বিগত কয়েক দিন ধরে সেইমতো গোটা দলকে প্রস্তুত করেছেন আইএসএল জয়ী এই বিদেশি কোচ। তবে গত বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোটের কবলে পড়তে হয় তরুণ ফুটবলার কিয়ান নাসিরি‌কে (Kiyan Nassiri)। জানা গিয়েছে, প্র্যাকটিস চলাকালীন গোড়ালিতে গুরুতর চোট পান এই ভারতীয় ফুটবলার। যারফলে পরবর্তীতে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। যারফলে ডায়মন্ড হারবার দলের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। এছাড়াও গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে অনিশ্চিত সুহেল আহমেদ ভাট।

   
Advertisements

পাশাপাশি দুইটি হলুদ কার্ড থাকায় কিবু ভিকুনার দলের বিরুদ্ধে হয়তো মাঠে থাকবেন না দলের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। তাঁদের পরিবর্তে এবার সিনিয়র ফুটবলারদের রেখেই স্কোয়াড সাজাতে চলেছেন মোলিনা। এছাড়াও বিএসএফ ম্যাচের মতোই দলের বেশকিছু বিদেশি ফুটবলারদের মাঠে নামিয়ে দেখে নিতে পারেন সবুজ-মেরুনের হেডস্যার।