কলকাতা: রান্নার গ্যাসের দাম নিয়ে আশার বার্তা মিলছে মধ্যবিত্তের জন্য। সূত্রের খবর, শীঘ্রই অনেকটাই কমতে পারে LPG সিলিন্ডারের দাম। কেন্দ্রীয় সরকার তেল বিপণন সংস্থাগুলিকে ৩০ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়ার ঘোষণা করতে চলেছে বলে জানা যাচ্ছে (govt subsidy to maintain lpg price)। শুক্রবার দুপুর ১টা নাগাদ এই মর্মে কেন্দ্রীয় স্তরে উচ্চপর্যায়ের একটি বৈঠক বসার কথা রয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ধাক্কা সামলাতেই এই পদক্ষেপ, বলছে কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ সূত্র। সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় উত্থানের ফলে তেল বিপণন সংস্থাগুলি LPG বিক্রিতে যে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে, তা পুষিয়ে দিতেই এই ভর্তুকি। আশা করা হচ্ছে, এই অনুদানের ফলে গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতে দাম হ্রাসের পথ প্রশস্ত হবে।
যদিও কেন্দ্র এখনও এই ভর্তুকি নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি, তবে প্রশাসনিক স্তরে একাধিক সূত্র নিশ্চিত করছে, ক্যাবিনেটের অনুমোদন শীঘ্রই মিলতে চলেছে। অনুমোদনের পর এই ভর্তুকি প্যাকেজ দেশের লক্ষ লক্ষ পরিবারের জন্য অর্থনৈতিক স্বস্তির বার্তা নিয়ে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অগাস্টে কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম, স্থির রয়েছে গার্হস্থ্য সিলিন্ডার
এদিকে, মাসের শুরুতেই ১ অগাস্ট থেকে কিছুটা স্বস্তি মিলেছে বাণিজ্যিক LPG ব্যবহারে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৩৩.৫০ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে বিভিন্ন শহরে।
দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম এখন ১৬৫০ টাকার নিচে।
মুম্বইয়ে তা নেমে এসেছে ১৬০০ টাকার নিচে।
চেন্নাইয়ে সিলিন্ডারের দাম ১৮০০ টাকার নিচে,
আর কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার মিলছে ১৭৩৪ টাকায়, যা আগে ছিল ১৭৬৯ টাকা।
তবে গার্হস্থ্য LPG সিলিন্ডারের দামে এখনই কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার মিলছে ৮৭৯ টাকায়।
ভবিষ্যৎ ইঙ্গিত: দাম কমলে সাশ্রয় হবে মধ্যবিত্তের
বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা যখন ঘরোয়া বাজেটের ওপর সরাসরি প্রভাব ফেলছে, ঠিক সেই সময় কেন্দ্রের এই সম্ভাব্য ভর্তুকি ঘোষণা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস এনে দিচ্ছে সাধারণ গৃহস্থকে। কেন্দ্রীয় সাহায্যে তেল সংস্থাগুলি যদি দাম কমাতে পারে, তাহলে তা দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির জন্য বড় আশার বার্তা হয়ে উঠবে।