মুম্বই: ফের চাঞ্চল্য বলিউড মহলে। জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশিকে নৃশংসভাবে খুন করা হল দিল্লির নিজামুদ্দিন এলাকায়। অভিযোগ, গাড়ি পার্কিং নিয়ে তুমুল বিবাদের জেরে বৃহস্পতিবার রাতে ৪২ বছর বয়সি আসিফকে ছুরি মেরে হত্যা করা হয় (huma qureshi cousin murdered delhi)। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। নিহত আসিফ কুরেশির পারিবারিকভাবে মুরগির মাংসের ব্যবসা ছিল। তাঁর দুই স্ত্রী রয়েছে। প্রতিবেশীদের দাবি, এর আগেও পার্কিং সংক্রান্ত কারণে একাধিকবার বিরোধে জড়িয়েছিলেন তিনি।
ঘটনার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আসিফ তাঁর বাড়ির সামনে রাখা একটি বাইক সরিয়ে নেওয়ার অনুরোধ করেন দুই ব্যক্তিকে। প্রথমে বিষয়টি নিয়ে সামান্য কথা কাটাকাটি হওয়র পর তারা সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারা ফের ফিরে এসে ঝামেলা শুরু করে। অভিযোগ, তখনই আসিফকে ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয়।
নিহতের প্রথম স্ত্রী শাহিন সংবাদমাধ্যমকে বলেন, “রাত নটা-সাড়ে নটার মধ্যে এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে বাইক রেখে যায়। আমার স্বামী আসিফ অনুরোধ করেন সেটি সরিয়ে দিতে। তখনই বচসা শুরু হয়। ওরা চলে গেলেও পরে ফিরে এসে ফের হুমকি দেয়। এরপরই ভাইকে সঙ্গে নিয়ে ফিরে এসে ওঁকে কুপিয়ে মেরে ফেলে।”
আসিফের দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁকে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন পরিবার। শাহিন আরও বলেন, “আমি আমার দেওরকে ডেকেছিলাম, কিন্তু তিনি পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল।”
এই ঘটনায় এখনো পর্যন্ত অভিনেত্রী হুমা কুরেশির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।