দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ব্যালন ডি’অরের (Ballon d’Or 2025) জন্য নির্বাচিত খেলোয়াড়দের তালিকা। যেদিকে নজর থাকে গোটা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষদের। একটা সময় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের একচ্ছত্র দাপট থাকলেও সময়ের সাথে পাল্লা দিয়ে বদলেছে গোটা পরিস্থিতি। এবারের তারকাদের ভিড়ে ঠাঁই হয়নি এই দুই ফুটবল নক্ষত্রের। তার বদলে এই সিজনে ব্যালন’ডি অরের অন্যতম দাবিদার হিসেবে ব্যাপকভাবে উঠে এসেছে ওসমান ডেম্বেলে, লামিনে ইয়ামাল, এবং ইজিপ্টের তারকা ফুটবলার মহম্মদ সালাহর নাম।
উল্লেখ্য, পিএসজির হয়ে এবার অনবদ্য ছন্দে ধরা দিয়েছিলেন ফরাসি তারকা ডেম্বেলে। ইন্টার মিলানকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি ফাইনালে দুইটি গোলও করেছিলেন তিনি। যার জন্য বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন এই তারকা। সেক্ষেত্রে তাঁর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে গোটা সিজন জুড়ে ১৮টি গোল করার পাশাপাশি ২১টি অ্যাসিস্ট ছিল এই তারকার। কিন্তু তিনি একানন। বার্সা থেকেই দাবিদার হিসেবে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। চ্যাম্পিয়নস লিগে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল সকলের।
এছাড়াও ব্যাপকভাবে উঠে এসেছে মহাম্মদ সালাহ’র নাম। বলাবাহুল্য, ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব লিভারপুলের হয়ে অভূতপূর্ব ফুটবল খেলেছেন ইজিপ্টের এই তারকা। সেইসাথে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নাম। ক্লাবের ইতিহাসে নয়া নজির গড়েছেন ফ্রান্সের এই ফুটবলার। এছাড়াও রিয়াল মাদ্রিদ থেকে মনোনীত হয়েছেন ব্রিটিশ ফুটবলার জুড বেলিংহাম এবং ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। যদিও তাঁদের থেকে হয়তো অনেকটাই এগিয়ে থাকবেন ইয়ামাল বা ডেম্বেলেরা। সব মিলিয়ে মোট তিরিশ জন ফুটবলার স্থান পেয়েছেন এই তালিকায়।আগামী ২২ শে সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালেন ডি’অর জয়ী ফুটবলারের নাম।