বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে সাফল্যের চরম শিখরে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শেষ সিজনে প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও এসেছিল গঙ্গা পাড়ের এই ক্লাব তাঁবুতে। এবারের এই মরসুমে সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ও সাফল্য এনে সমর্থকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য রয়েছে দলের সকল ফুটবলারদের। সেজন্য, এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপকে কার্যত প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখছেন বাগান কোচ। বাস্তব রায়ের তত্ত্বাবধানে দল প্রথম ম্যাচ খেললেও সপ্তাহ খানেক আগেই শহরে এসে গিয়েছিলেন মোলিনা।
তারপর থেকেই ধীরে ধীরে কলকাতায় আসতে শুরু করে বাগানের সকল বিদেশি ফুটবলাররা। গত সপ্তাহের শেষের দিকেই এসে গিয়েছিলেন দলের দুই তারকা ডিফেন্ডার তথা টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ।
তারপর গত সোমবার মধ্যরাতে শহরে এসেছেন আক্রমণভাগের অন্যতম দুই স্তম্ভ। তথা জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। যাদের নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কবে শহরে আসবেন আপামর বাগান জনতার প্রাণ ভোমরা দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। জানা গিয়েছিল যে সব ঠিকঠাক থাকলে আগামী ৭ই আগস্ট মধ্যরাতেই শহরে দেখা যাবে এই অজি ফুটবলারকে। অর্থাৎ ৮ই আগস্ট সকালের মধ্যেই দলের সঙ্গে দেখা যাবে সকলের প্রিয় দিমিকে।
সেটাই হয়েছে এবার। ৭ ই আগস্ট রাত ১২ টা বেজে ৪৫ মিনিটের মধ্যেই কলকাতার মাটিতে পা রাখেন দিমিত্রি পেত্রাতোস। তারপর ইমিগ্ৰেশন সম্পন্ন করে কিছু সময় পরেই বিমান বন্দর থেকে বেড়িয়ে আসেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের এই ফুটবলার। তাঁকে একবার সামনে দেখতে এবং তাঁর ছবি লেন্স বন্দি করে রাখতে বহু আগে থেকেই ভিড় জমাতে শুরু করে দিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। তাঁদের সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিচ্ছিল নিরাপত্তা রক্ষীদের। তারপর দিমি বেড়িয়ে আসতেই বাঁধ ভাঙা উচ্ছাসে মেতে ওঠেন সমর্থকরা।
বিগত কয়েক সিজন ধরে মোহনবাগানের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়ে আসছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। ডার্বি জয়ের পাশাপাশি তাঁর দৌলতে একাধিক ট্রফি জিতেছে মোহনবাগান। এবার ও নিজের চেনা ছন্দ বজায় রাখতে চাইবেন দিমি।