বল নিয়ে অনুশীলনে আপুইয়া, খেলবেন ডায়মন্ড হারবার ম্যাচ?

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের মরসুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ড কাপের প্রথম দুইটি ম্যাচে অতি সহজেই তাঁরা পরাজিত করেছে কলকাতা ময়দানের…

Mohun Bagan SG Footballer Apuia injury update ahead of Diamond Harbour FC in Durand Cup

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের মরসুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ড কাপের প্রথম দুইটি ম্যাচে অতি সহজেই তাঁরা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব এবং বিএসএফ ফুটবল দলকে। যারফলে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে বাগান ব্রিগেড। দিনকয়েক অপেক্ষা মাত্র। তারপরেই আগামী ৯ই আগস্ট ডায়মন্ড হারবার এফসির সাথে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নামবে মোহনবাগান।সেই ম্যাচে ও জয় সুনিশ্চিত করতে মরিয়া জোসে মোলিনা। তবে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন বাগান কোচ। সেইমতো রিকভারি সেশনের পর আসন্ন ম্যাচের জন্য দলকে প্রস্তুত করছেন তিনি।

কিন্তু সেই ম্যাচ খেলার আগেই অনুশীলন করতে গিয়ে চোটের কবলে পড়েছিলেন দলের অন্যতম ভরসা লালেংমাওইয়া রাল্টে তথা আপুইয়া‌। যারফলে পরবর্তীতে দলের সাপোর্টিং স্টাফেদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল জাতীয় দলের এই ফুটবলারকে‌। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে পরবর্তী ম্যাচে আদৌ তাঁকে মাঠে পাবে কিনা সবুজ-মেরুন। অবশেষে বৃহস্পতিবার থেকেই যথেষ্ট ফুরফুরে মেজাজে বাগানের অনুশীলনে ধরা দিলেন আপুইয়া। ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি গোটা দলের সঙ্গে পুরোদমে বল পায়ে ও অনুশীলন করতে দেখা যায় এই মিডফিল্ডারকে।

   

যেটা নিঃসন্দেহে চিন্তা কমাবে বাগান কোচের। আপুইয়ার উপস্থিতিতে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে পারে দলের মাঝমাঠ। উল্লেখ্য, গত ৩১ শে জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তাঁকে মাঠে নামিয়ে ছিলেন বাস্তব রায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচে মোহনবাগান জয় ছিনিয়ে নিলেও লাল কার্ড দেখতে হয়েছিল জাতীয় দলের এই দাপুটে ফুটবলারকে। যা কিছুটা হলেও হতাশ করেছিল সকল সমর্থকদের। সেইজন্য গত বিএসএফ ম্যাচে তাঁকে মাঠে নামাতে পারেননি মোলিনা। তার উপর দেখা দিয়েছিল চোটের সমস্যা।

Advertisements

তবে এবার বদলেছে পরিস্থিতি। কিন্তু ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে মোলিনা তাঁকে প্রথম একাদশে রাখার ঝুঁকি নেবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মনে করা হচ্ছে পরিস্থিতি বুঝে আপুইয়াকে রিজার্ভ বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করতে পারেন স্প্যানিশ কোচ।