ডুরান্ড কাপে কলকাতার রণনীতি! কারা যাবে শেষ আটে?

চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) গ্রুপ পর্ব এখন প্রায় মাঝপথে। দেশের প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট উত্তেজনা তুঙ্গে। আর কলকাতার চার দলের মধ্যে তিন দল…

Durand Cup

চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) গ্রুপ পর্ব এখন প্রায় মাঝপথে। দেশের প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট উত্তেজনা তুঙ্গে। আর কলকাতার চার দলের মধ্যে তিন দল এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালের দৌড়ে রয়েছে। কারা এগিয়ে, আর কারা ছিটকে গেল চলুন দেখে নেওয়া যাক কলকাতার চার প্রতিনিধির বর্তমান পরিস্থিতি।

ইস্টবেঙ্গল: কোয়ার্টার ফাইনালে একমাত্র নিশ্চিত প্রতিনিধি
অস্কার ব্রুজোর প্রশিক্ষণে দুর্দান্ত শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচেই সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেয় ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে নামধারি এফসিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে তারা।

   

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচ ১০ আগস্ট, যেখানে তারা খেলবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। নিয়মরক্ষার সেই ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চ শক্তি যাচাই করার সম্ভাবনাই বেশি।

মোহনবাগান : ডু-অর-ডাই ম্যাচে নকআউটের সামনে
সবুজ-মেরুন ব্রিগেড তাদের অভিযান শুরু করেছে ধারাবাহিক জয় দিয়ে। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিংকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে বিএসএফকে ৪-০ গোলে হারিয়ে মোট ৬ পয়েন্টে পৌঁছেছে মোহনবাগান। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ ‘বি’তে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

৯ আগস্ট গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসি। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে লিস্টন, সাহালদের দল। ওই ম্যাচে ১-০ গোলে জিতলেই কোয়ার্টার ফাইনালের রাস্তা খুলে যাবে। হেরে গেলে বিদায় নিশ্চিত। ড্র হলে শেষ আটে যাওয়ার জন্য সেরা রানার্স-আপ হওয়ার দিকেই তাকিয়ে থাকতে হবে।

Advertisements

ডায়মন্ড হারবার এফসি : গ্রুপশীর্ষে থেকে এগিয়ে কিবুর দল
ডুরান্ড কাপের সবচেয়ে চমকপ্রদ পারফরমার বলা যায় ডায়মন্ড হারবার এফসিকে। কিবু ভিকুনার প্রথম থেকেই প্রশিক্ষণে দুর্দান্ত ছন্দে রয়েছে নবাগত এই দল। প্রথম ম্যাচে মহামেডানকে ২-১ এবং দ্বিতীয় ম্যাচে বিএসএফ-কে ৮-০ গোলে হারিয়ে গোল পার্থক্যে বি গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

তবে এই জায়গা ধরে রাখতে হলে ৯ আগস্ট মোহনবাগানের বিরুদ্ধে অন্তত ড্র করতেই হবে। হারলে গ্রুপ শীর্ষস্থান হারানোর পাশাপাশি সেরা রানার্স-আপ হিসেবেও সুযোগ না পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই ঐতিহাসিক মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণ থেকে উত্তর কলকাতা জুড়ে।

মহামেডান স্পোর্টিং: হতাশার মধ্যে অভিযান শেষ
কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং এবারের ডুরান্ড কাপে একেবারেই ছন্দে ছিল না। প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ১-২ এবং দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের কাছে ১-৩ গোলে হেরে শুরু থেকেই পিছিয়ে পড়ে তারা। শেষ ম্যাচে বিএসএফ-কে ৩-০ গোলে হারালেও, গ্রুপে তৃতীয় স্থান পেয়েই এবারের মতো বিদায় নিতে হয়েছে মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেদের। ডিফেন্স ও মিডফিল্ডের দুর্বল পারফরম্যান্সই মূলত ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসছে।

ডুরান্ড কাপের নকআউট পর্বে কলকাতার একমাত্র নিশ্চিত প্রতিনিধি এখন ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার ও মোহনবাগান নিজেদের ভাগ্য নির্ধারণ করবে ৯ আগস্টের মহারণে। আর মহামেডান স্পোর্টিংয়ের জন্য এবার শুধুই হতাশার ছবি। আগামী দু’দিনে স্পষ্ট হয়ে যাবে, ঐতিহাসিক এই কাপের শেষ আটে কলকাতার কতজন প্রতিনিধি থাকছে। আপাতত নজর ডায়মন্ড বনাম মোহনবাগান ম্যাচের দিকেই। যেখানে একদিকে নতুন উত্থান, অন্যদিকে শতাব্দীপ্রাচীন গৌরব।