পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন চালু, জেনে নিন সময়সূচি, ভাড়া ও স্টপেজ

স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) ঠিক আগেই বড় ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)। যাত্রী পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পূর্ব রেল চালু করতে চলেছে প্রথম এসি…

Senior Citizen Train Coach

স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) ঠিক আগেই বড় ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)। যাত্রী পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পূর্ব রেল চালু করতে চলেছে প্রথম এসি লোকাল ট্রেন (Eastern Railway AC Local Train)। যাত্রা শুরু হবে সোমবার (১২ আগস্ট) থেকে। তার আগেই রবিবার (১১ আগস্ট) এই ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে রেল সূত্রে খবর। আপাতত একটি ট্রেন চালানো হলেও ভবিষ্যতে এর সংখ্যা বাড়ানো হতে পারে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

কোন রুটে চলবে এসি লোকাল?
এই নতুন এসি লোকাল ট্রেন চলবে রানাঘাট থেকে শিয়ালদহ রুটে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রানাঘাট থেকে প্রতিদিন সকাল ৮টা ২৯ মিনিটে ছাড়বে ট্রেনটি এবং ১০টা ১০ মিনিটে পৌঁছবে শিয়ালদহে। ফের সন্ধ্যায় শিয়ালদহ থেকে ৬টা ৫০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৩২ মিনিটে ফিরে আসবে রানাঘাটে।

   

কোথা কোথা স্টপেজ থাকবে?
ট্রেনটি মোট ১০টি স্টেশনে থামবে। রুট অনুযায়ী স্টপেজগুলি হল:

চাকদহ

কল্যাণী

কাচরাপাড়া

নৈহাটি

বারাকপুর

খড়দহ

সোদপুর

দমদম

বিধাননগর

শিয়ালদহ (গন্তব্য)

কেমন হবে ভাড়া?
রেল জানিয়েছে, এই এসি ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের তুলনায় কিছুটা বেশি হলেও তা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। একদিকের যাত্রার জন্য নির্ধারিত ভাড়া হল:

দমদম পর্যন্ত: ₹৩৫

বারাকপুর পর্যন্ত: ₹৬০

নৈহাটি পর্যন্ত: ₹৯০

Advertisements

রানাঘাট পর্যন্ত: ₹১২০

যাত্রীদের জন্য রয়েছে মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক পাস কাটারও সুযোগ।

দমদম পর্যন্ত মাসিক পাস: ₹৬২০

বারাকপুর পর্যন্ত: ₹১২৭৫

নৈহাটি পর্যন্ত: ₹১৮১০

রানাঘাট পর্যন্ত: ₹২৪৩০

ট্রেনের পরিকাঠামো ও সুবিধা
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটিতে মোট ১১২৬টি সিট থাকবে। প্রতি সারিতে তিনজন করে বসতে পারবেন। এছাড়াও যাত্রীদের দাঁড়িয়ে যাত্রা করার মতো পর্যাপ্ত জায়গা থাকবে।

ঘণ্টায় সর্বোচ্চ গতি: ১১০ কিমি

কোচের নির্মাণ: স্টেইনলেস স্টিল

মেট্রোর মতো এক কোচ থেকে অন্য কোচে চলাচলের সুবিধা

প্রতিটি কোচে ৪টি দরজা

লাগেজ রাখার জন্য শক্তপোক্ত র্যাক

এই ট্রেনটি চালু হওয়ার ফলে দৈনন্দিন অফিসযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরাও আরামদায়ক, নিরাপদ ও দ্রুত পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

রেল কর্মকর্তার বক্তব্য
পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, “এই এসি লোকাল ট্রেন পূর্ব ভারতের প্রথম। শহরতলির যাত্রীদের উন্নত পরিষেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রী সুরক্ষা, আরাম ও আধুনিক প্রযুক্তি—এই সবকিছুর সমন্বয় ঘটিয়ে এই ট্রেন চালানো হচ্ছে।”

রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যাতায়াতকারী হাজার হাজার যাত্রীদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। যাত্রা পথে আরাম, গতি ও নিরাপত্তার সমন্বয়ে পূর্ব রেলের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামী দিনে এই রুটে এসি লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা যায়।