এশিয়া কাপের স্কোয়াডে একাধিক চমক ভারতের! রইল সম্ভাব্য একাদশ

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে পর্দা শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025। এই মহাদেশীয় টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে। কে…

Indian Cricket Team Possible Squad for Asia Cup 2025

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে পর্দা শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025। এই মহাদেশীয় টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে। কে থাকবেন, কে বাদ পড়বেন ভারতের (Indian Cricket Team) স্কোয়াড থেকে? সদ্য সমাপ্ত আইপিএল ২০২৫ ও ইংল্যান্ড সফরের পারফরম্যান্সকে মূল্যায়ন করেই গঠিত হচ্ছে ভারতের সম্ভাব্য স্কোয়াড, যেখানে একাধিক চমক থাকছে বলে জানা গেছে।

ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৪-১ ব্যবধানে জয় পায় ‘মেন ইন ব্লু’রা। সেই সিরিজের বেশিরভাগ সদস্যরাই থাকছেন এশিয়া কাপের সম্ভাব্য দলে, তবে আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হতে পারে স্কোয়াড।

   

ইংল্যান্ড সিরিজে দারুণ ছন্দে থাকা অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি রাখার সম্ভাবনাই বেশি। তিন নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে জায়গা পেতে পারেন তরুণ তুর্কি তিলক বর্মা, তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ক্লিন ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং। অলরাউন্ড ভূমিকা সামলাবেন অক্ষর প্যাটেল।

বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যেতে পারে। চোট কাটিয়ে ফিরলেও বুমরাহকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর চোটের কারণে তাকে হয়তো ঝুঁকি না নিয়ে বিশ্রাম দেওয়া হবে। সেই জায়গায় হর্ষিত রানা পেতে পারেন সুযোগ, যিনি আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন।

অন্যদিকে, ফর্মহীনতার কারণে বাদ পড়তে পারেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। ২০২৫ সালের আইপিএলে মাত্র ৯ ম্যাচে ৬ উইকেট ও ১১.২৩ ইকোনমি রেট। একই কারণে শুভমন গিলকেও এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হতে পারে, বিশেষ করে সামনে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা মাথায় রেখে। কিন্তু বিসিসিআইয়ের একাধিক সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ ড্র করার পর। এশিয়া কাপের স্কোয়াডে থাকতে পারেন শুভমন গিল।

প্রসিদ্ধ কৃষ্ণর ফর্ম সাম্প্রতিক সময়ে নজরকাড়া। ইংল্যান্ড সফরের শেষে ভালো পারফর্ম করার পাশাপাশি আইপিএলে ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন তিনি। ফলে তিনিও দলে জায়গা করে নিতে পারেন। স্পিন কন্ডিশনের কথা মাথায় রেখে দলে ফেরানো হতে পারে কুলদীপ যাদবকে। যদিও টেস্ট সিরিজে ইংল্যান্ড সফরে খেলেননি, তবে সংযুক্ত আরব আমিরশাহির অভিজ্ঞতা তাকে বাড়তি সুবিধা দিতে পারে। কুলদীপের সঙ্গে থাকবেন বরুণ চক্রবর্তী, যিনি মিস্ট্রি স্পিনার হিসেবে প্রমাণিত।

Advertisements

তবে বড় চমক হতে পারে ক্রুনাল পান্ডিয়ার দলে ফেরা। ২০২১ সালের পর জাতীয় দলের বাইরে থাকলেও এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় ফেলতে বাধ্য। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে থাকতে পারেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। আইপিএলে ধারাবাহিক ব্যাটিং ও দুর্দান্ত গ্লাভস ওয়ার্কের কারণে জিতেশ সুযোগ পেতে পারেন।

ভারতের সম্ভাব্য স্কোয়াড : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ/হর্ষিত রানা, শিবম দুবে, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, ক্রুনাল পান্ডিয়া

ভারতীয় ক্রিকেট বোর্ড আগস্টের তৃতীয় সপ্তাহে নির্বাচকদের বৈঠকে বসে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে জানা গিয়েছে।

Indian Cricket Team Possible Squad for Asia Cup 2025