এবার প্যান্ডেল হপিং হবে ডিজিটাল! দুর্গাপুজোয় আসছে পর্যটন দফতরের স্পেশাল অ্যাপ

কলকাতা: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। থিমের তোড়জোড় চলছে জোরকদমে। ভিড়, আলো, আনন্দ আর ঢাক-ঢোলের আবহে প্যান্ডেল হপিং বাঙালির বার্ষিক রুটিনে পরিণত…

Durga Puja mobile app

কলকাতা: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। থিমের তোড়জোড় চলছে জোরকদমে। ভিড়, আলো, আনন্দ আর ঢাক-ঢোলের আবহে প্যান্ডেল হপিং বাঙালির বার্ষিক রুটিনে পরিণত হয়েছে বহুদিন। তবে এবার সেই অভিজ্ঞতা হতে চলেছে আরও ‘স্মার্ট’। কারণ, পুজোর মরশুমে শহরের উৎসব উদ্‌যাপনকে আরও সুরক্ষিত, তথ্যভিত্তিক ও ঝামেলামুক্ত করতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর। পুজোর আগেই চালু হতে চলেছে এক বিশেষ মোবাইল অ্যাপ (Durga Puja mobile app), যা শহরের বাসিন্দা থেকে শুরু করে বিদেশি পর্যটক, সকলকেই এনে দেবে নিখুঁত পুজো গাইডের সুবিধা।

জানতে মিলবে রিয়েল-টাইম আপডেট

এই অ্যাপে থাকবে দক্ষিণ থেকে উত্তর কলকাতার সমস্ত নামী-দামি পুজোর লোকেশন ও থিম সংক্রান্ত বিস্তারিত তথ্য। কোন মণ্ডপে কী ইভেন্ট, কোথায় ঢোকা বা বেরোনোর সুবিধা—সবই মিলবে অ্যাপ ঘেঁটেই।
সবচেয়ে বড় কথা, অ্যাপে যুক্ত থাকবে রিয়েল-টাইম ক্রাউড মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন রুটে বা প্যান্ডেলে ভিড় কেমন। এর ফলে, পুজোর রাতে দীর্ঘক্ষণ ট্র্যাফিকে আটকে পড়া বা অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ার আশঙ্কাও অনেকটাই কমবে।

   

জিপিএস ম্যাপিং-সহ ‘SOS বাটন’, বিপদের সময় পুলিশের সঙ্গে সরাসরি সংযোগ

এই অ্যাপ শুধুমাত্র উৎসবের তথ্য নয়, নিরাপত্তার দিক থেকেও দৃষ্টান্তমূলক। থাকবে ‘প্যানিক বাটন’ ও SOS ফিচার, যার সাহায্যে ব্যবহারকারী সরাসরি জরুরি সেবা, পুলিশ বা মেডিক্যাল হেল্পের কাছে পৌঁছাতে পারবেন। অ্যাপটি জিও-ট্র্যাকিং সুবিধাসম্পন্ন, তাই দ্রুততম সময়ে সঠিক স্থানে সাহায্য পাঠানো যাবে। এই প্রযুক্তিগত সংযোজন পুজোর সময় শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

বিদেশি পর্যটকদের জন্য থাকবে বিশেষ সুবিধা

কলকাতার দুর্গাপুজো এখন আন্তর্জাতিক মানচিত্রে এক উজ্জ্বল সাংস্কৃতিক উৎসব। সেই কথা মাথায় রেখেই অ্যাপে থাকবে বিভিন্ন দেশের দূতাবাস, হোটেল বুকিং, রেস্তরাঁ ও জরুরি পরিষেবার তথ্য—বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য। ফলে শহরের সঙ্গে অচেনা হলেও অ্যাপের সাহায্যে অনায়াসে মিশে যেতে পারবেন তাঁরা পুজোর ছন্দে।

Advertisements

স্থানীয়দের জন্যও দারুণ সহায়ক হবে অ্যাপ

শুধু বাইরের পর্যটক নয়, কলকাতার সাধারণ মানুষের জন্যও অ্যাপটি হবে এক নির্ভরযোগ্য সঙ্গী। পুজোর ভিড়ে কোন রুট এড়িয়ে যাওয়া উচিত, কোন সময় কোথায় ভিড় কম বা বেশি—এসব তথ্য পাওয়া যাবে চটজলদি। শহরের বাসিন্দারাও তাই আরও নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন পুজোর উৎসব।