Weather: কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা, বৃষ্টির পূর্বাভাস নেই শহরতলীতে

মার্চ মাসেই গরমে হাসফাঁস দশা রাজ্যবাসীর। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। Advertisements কলকাতা-সহ দক্ষিণবঙ্গের…

Weather: কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা, বৃষ্টির পূর্বাভাস নেই শহরতলীতে

মার্চ মাসেই গরমে হাসফাঁস দশা রাজ্যবাসীর। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Advertisements

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশই বাড়ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে বা তার আশপাশে থাকবে। বাড়বে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মেঘলা থাকায় বাড়বে ভ্যাপসা গরম। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতাংশ।

   

উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস রয়েছে। ৩ ও ৪ এপ্রিল বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের ৫ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং,কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। তার প্রভাবেই আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisements

এ বছর মার্চ মাসে বৃষ্টি কম হয়েছে দক্ষিণবঙ্গে।এপ্রিলেও বৃষ্টি কম হতে পারে। এর ফল পড়বে চাষবাসে।