পঞ্চায়েতে (Panchayat) কত কিছু ঘটে! যেমন সিপিএমের পঞ্চায়েত সদস্য তার ভাতা দিয়ে রাস্তা বানাতে উদ্যোগী হন। সেই কাজে বাহবা দেয় তৃণমূল! যদিও তারাই ক্ষমতায় তবে রাস্তা সারানোর কাজে তেমন কোনও চেষ্টা নেই বলে অভিযোগ।
পূর্ব বর্ধমানের কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম বাম দখলে। এখান থেকে নির্বাচিত সিপিআইএমপঞ্চায়েত সদস্যের জমানো ভাতার টাকায় এবং গ্রামের মানুষের সাহায্যে সংস্কার করা হলো গুরুত্বপূর্ণ একমাত্র গ্রাম সড়ক।
বর্ষায় এই সড়ক অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসী বলেছেন এই গ্রাম্য পথটি দীর্ঘদিন ধরে চলার অযোগ্য। গ্রামে বাস করেন কয়েকশো ঘর মানুষ অথচ গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, যেহেতু এই গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন বাম প্রার্থী তাই ক্ষমতাসীন তৃণমূল কাজ করেনা। বারবার ডেপুটেশন দিলেও কাজ হয়নি।
পঞ্চায়েত বোর্ড মিটিংয়ে এই গ্রামীন পথ সংস্কারের জন্য দাবি তুলেছেন পঞ্চায়েত সদস্য। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান এই বিষয় এড়িয়ে যান।
এবার পথ সারাতে পথে নামে সিপিআইএম। দলটির কাটোয়া ২ এরিয়া কমিটির পক্ষ থেকে গ্রামে ঘুরে ওই রাস্তা সংস্কারের জন্য গ্রামের মানুষের কাছে অর্থ সংগ্রহ করা হয়। জানা গেছে গ্রামবাসীরা সামর্থ্য মতো সাহায্য করেন। ওই গ্রামের সিপিআইএম পঞ্চায়েত সদস্য তার কয়েক মাসের ভাতা তুলে দেন রাস্তা সংস্কার তহবিলে।
টাকার যোগাড় হতেই গ্রামবাসীরা নেমে পড়েন রাস্তা সারাই করতে। এই ঘটনায় হতবাক তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছেন এমনটা হবে ভাবা যায়নি।