মেঘভাঙা বৃষ্টির ফলে উত্তরকাশীর (Uttarkashi) ধারালি গ্রামে (Dharali village) ভয়াবহ হড়পা বানে (flash flood) সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্রবল জলের তোড়ে বহু ঘরবাড়ি, গাড়ি ও গাছপালা ভেসে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই বিপর্যয়ে ৪ জনের মৃত্যু হলেও বুধবার দুপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ইতিমধ্যেই প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মৌসম দপ্তর উত্তরাখণ্ডে জারি করেছে লাল সতর্কতা। প্রতিটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছে এসডিআরএফ ও এনডিআরএফ। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে বিশেষ এনডিআরএফ দল বিমানে করে ধারালিতে পৌঁছেছে। ধসের কারণে ধারালি গ্রামের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। হরসিল সেনা ক্যাম্পের কয়েকজন জওয়ানও এখনও নিখোঁজ বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের কতজন নিখোঁজ, তা সরকারিভাবে এখনও নিশ্চিত হয়নি।
এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উচ্চপর্যায়ে জরুরি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন এবং রাজ্যের সাংসদদের সঙ্গেও আলোচনায় বসেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে মেঘভাঙা বৃষ্টির পর ক্ষীরগঙ্গা নদী ফুলে ওঠে এবং কাদা, জল ও পাথরের তোড়ে মুহূর্তের মধ্যে ধারালি গ্রামের অর্ধেক অংশ চাপা পড়ে। শুধু ধারালিই নয়, জলের প্রবল ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের সুকি গ্রামও।