দুই মাসের কঠিন টেস্ট সিরিজ শেষে অবশেষে দেশে ফিরলেন ভারতীয় দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে পা রাখতেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। একের পর এক প্রশ্নে বোমা ছোড়া হয় সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড (England Tour) টেস্ট সিরিজ নিয়ে। প্রশ্ন ওঠে শুভমন গিল (Subhman Gill), সিরাজ (Mohammed Siraj), বুমরাহ থেকে শুরু করে গোটা দলের পারফরম্যান্স নিয়েও।
গম্ভীর সোজাসুজি জানিয়ে দিলেন, এই সিরিজে গোটা দলই ছিল ‘আগুন ফর্মে’। বিশেষ করে অধিনায়ক শুভমন গিলকে নিয়ে তাঁর মন্তব্য স্পষ্ট করেই ইঙ্গিত দেয়, ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। দীর্ঘ ইংল্যান্ড সফর শেষে মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, “আমার মতে, এই সিরিজে শুভমন গিল অসাধারণ পারফর্ম করেছে। একজন তরুণ অধিনায়ক হিসেবে ও যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। ৭৫৪ রান করে সে প্রমাণ করেছে, নেতৃত্বের চাপেও নিজের ব্যাটিং ফর্ম ধরে রাখা যায়।”
ওভালে শেষ টেস্ট ম্যাচে শুভমনের নেতৃত্বেই ভারত ৬ রানে জয়লাভ করে, ফলে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়। এই ফলাফলেই গম্ভীর খুশি, কারণ মাত্র ২ মাসে ৫টি টেস্ট ম্যাচ খেলে এমন রেজাল্ট আনাটা সহজ নয়। শুধু শুভমন নন, গম্ভীর প্রশংসা করেন মহম্মদ সিরাজেরও, যিনি সিরিজে মোট ২৩ উইকেট দখল করেছেন। সেই প্রসঙ্গে গম্ভীর বলেন, “সিরাজের অবদান অসামান্য। ওর ডেলিভারিতেই শেষ ম্যাচে জয়ের মুহূর্ত আসে। ওর মতো একজন ফাস্ট বোলার যখন এমন পারফর্ম করে, সেটা পুরো দলের মনোবল বাড়িয়ে দেয়।”
তাঁর কথায় উঠে আসে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার নামও। এই দুই ক্রিকেটার সিরিজে ৫০০ বেশি রান করেছেন। অন্যদিকে, জসপ্রীত বুমরাহ ৩ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। গম্ভীর মনে করেন, প্রত্যেকেই নিজের জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই সিরিজে শুধু একজন নয়, গোটা ভারতীয় দলই দুর্দান্ত খেলেছে। কারও আলাদা কৃতিত্ব দেওয়ার চেয়ে আমি বলব, প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে। সিরাজ, শুভমন, রাহুল, জাদেজা সবাই নিজেদের সেরাটা দিয়েছে।”
সিরিজ প্রসঙ্গে বলতে গিয়ে গম্ভীর বলেন, “এই সিরিজ ড্র করতে পেরে আমি গর্বিত। এই দলের ছেলেরা সত্যিই পরিশ্রম করেছে। ক্রিকেটাররা এই সাফল্যের প্রকৃত দাবিদার। আমি শুধু তাঁদের গাইড করার চেষ্টা করেছি।” সঙ্গে তিনি যোগ করেন, “ভারতীয় ক্রিকেট দল এখন নতুন যুগে প্রবেশ করছে। আমাদের লক্ষ্য শুধু সিরিজ জেতা নয়, ক্রিকেটের মানোন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখা।”
Indian Cricket Team head coach Gautam Gambhir is satisfy after Test Series draw at England Tour