কলকাতা: একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার চিহ্নিত হওয়ার জেরে এবার ভোটার কার্ড (EPIC) বিতরণে বড় পরিবর্তন আনল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (West Bengal CEO Office) দফতর। ২০২৫ সালের ১লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে, যাতে ভোটার কার্ড সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারের ঠিকানায় পাঠানো হবে।
কীভাবে বদলানো হল প্রক্রিয়া?
বর্তমানে যে পদ্ধতিতে ভোটার কার্ড তৈরি হয়ে বিতরণ হয়, তাতে একাধিক ধাপে সময় নষ্ট হওয়ার পাশাপাশি জালিয়াতির সম্ভাবনাও থেকে যায়। চলতি ব্যবস্থায় কোনও ভোটার নতুন নাম তালিকাভুক্ত করলে তার তথ্য জেলা নির্বাচনী আধিকারিক (District Electoral Officer) এর মাধ্যমে পাঠানো হয় সরকারি ছাপাখানা ‘সরস্বতী প্রেস’-এ। সেখানে EPIC কার্ড ছাপানোর পর ফের তা জেলা দফতরে পাঠানো হয়, তারপর ERO অফিস থেকে স্পিড পোস্টে পাঠানো হয় সংশ্লিষ্ট ভোটারকে।
কিন্তু এবার সেই জটিলতা কাটাতে, সরাসরি সরস্বতী প্রেস থেকে ভারতীয় ডাক বিভাগ (India Post)-এর জিপিও (GPO) মারফত ভোটারের বাড়িতে পাঠানো হবে EPIC কার্ড। এতে সময় বাঁচবে, এবং মধ্যবর্তী স্তর বাদ পড়ায় জালিয়াতির আশঙ্কাও অনেকটাই কমবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।
সিইও দফতরের নির্দেশে ইতিমধ্যেই ছাপা হয়ে পড়ে থাকা প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই কার্ডগুলি এতদিন জেলা নির্বাচনী দফতরে জমা পড়ে ছিল। এখন নতুন নির্দেশে সেগুলিও জিপিও থেকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে।
রাজ্যের একাধিক জায়গায় ভুয়ো ভোটারের অস্তিত্ব ধরা পড়ায় সিইও অফিস এবং নির্বাচন কমিশন এবার কোনও ঝুঁকি নিতে নারাজ। তাই নতুন ব্যবস্থা শুধু সহজতর নয়, নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি কার্যকর বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।
নির্বাচনী আধিকারিকদের মতে, এই পরিবর্তনের ফলে
ভোটারদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না,
মধ্যস্বত্বভোগীদের ভূমিকায় কাটছাঁট পড়বে,
এবং সবথেকে বড় কথা, জালিয়াতি ঠেকাতে এক ধাপ এগোবে নির্বাচন ব্যবস্থা।
কবে থেকে কার্যকর?
এই নতুন নিয়ম ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে চালু হচ্ছে। ভোটারদের এ নিয়ে সতর্ক করতে শীঘ্রই প্রচার শুরু হবে বলে জানা গিয়েছে। রাজ্যজুড়ে জেলা নির্বাচন আধিকারিকদের এই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে।
সিইও দফতর সূত্রে খবর, এই ব্যবস্থা আগামী বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াকে আরও সুষ্ঠু ও নিরাপদ করে তুলবে।