ইংল্যান্ডে ‘ব্যাট-ক্যাপ’ হাতে সফল হতেই বড় উপহার পাচ্ছে গিল! সঙ্গে যশস্বী?

ইংল্যান্ড (England) সফর শেষে ‘নতুন ভারত’ এখন আত্মবিশ্বাসে টইটম্বুর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেই ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই সিরিজে ব্যাট হাতে…

Indian Cricket Team Test Captain Shubman Gill and batter Yashasvi Jaiswal like to get chance in Asia Cup 2025

ইংল্যান্ড (England) সফর শেষে ‘নতুন ভারত’ এখন আত্মবিশ্বাসে টইটম্বুর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেই ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন দুই তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দুই ওপেনারের দুরন্ত ছন্দে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। সামনে এশিয়া কাপ (Asia Cup)। আর সেই টুর্নামেন্টে সম্ভবত বড় দায়িত্ব পেতে চলেছেন এই দুই প্রতিভাবান ব্যাটার।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহেই ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের দল। এই স্কোয়াডে থাকবেন শুভমান ও যশস্বী, এমন সম্ভাবনাই প্রবল। যদিও দুজনেই গত কয়েক মাসে খুব বেশি টি-টোয়েন্টি খেলেননি। শেষবার তাঁরা নামেন ২০২৪ সালের ৩০ জুলাইয়ের একটি ম্যাচে। তা সত্ত্বেও, ইংল্যান্ড সফরে তাঁদের ধারাবাহিক ফর্ম নির্বাচকদের ভাবনায় ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই ভবিষ্যতের দিকে তাকিয়ে নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত।

   

পাঁচ টেস্টের সিরিজে অধিনায়ক গিল করেন ৭৫৪ রান, যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। অন্যদিকে যশস্বী জয়সওয়াল করেন ৪১১ রান, দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে। সীমিত সুযোগেও নজর কেড়েছেন সাই সুদর্শন।

এই পারফরম্যান্সের ভিত্তিতেই এশিয়া কাপের টি-টোয়েন্টি স্কোয়াডে তিন তরুণের জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। একজন বোর্ড কর্তা সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “এখন পাঁচ সপ্তাহের বিরতি রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই ভবিষ্যতের দিকটা ভাবতে হবে। গিল, যশস্বী ও সুদর্শনের মতো ক্রিকেটারদের জন্য এটাই সেরা সময়।”

২০২৪-২৫ মরসুমে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দারুণ খেলেছিলেন শুভমন গিল। ১৫ ম্যাচে ৬৫০ রান করে তিনি ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার। গুজরাটের হয়ে সাই সুদর্শনও ওপেনিংয়ে ঝড় তুলেছিলেন নিয়মিত। যশস্বীর দল রাজস্থানের পারফরম্যান্স তেমন ভাল না হলেও, ব্যক্তিগত ভাবে তিনি ছিলেন ছন্দে।

Advertisements

তবে, একাধিক প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিতে দল নির্বাচন সহজ হচ্ছে না। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ধারাবাহিক পারফরম্যান্স তাঁদের বাদ দেওয়া কঠিন করে তুলছে। বোর্ডের সূত্রের দাবি, “১৭ জনের দল বেছে নিতে হবে। গিল-যশস্বীকে রাখতে গেলে কাউকে বাদ দিতেই হবে। তাই খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই এশিয়া কাপ আসলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম। ভবিষ্যতের দিকে তাকিয়েই তরুণদের উপর আস্থা রাখতে চাইছে ভারতীয় বোর্ড। ফলে গিল-যশস্বী-সুদর্শনদের জন্য এই টুর্নামেন্ট হতে চলেছে বড় মঞ্চ। সেখানে তাঁরা নিজেদের প্রমাণ করতে পারলে আগামী বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলতে পারবেন বলেই মত ক্রিকেট মহলের।

Indian Cricket Team Test Captain Shubman Gill and batter Yashasvi Jaiswal like to get chance in Asia Cup 2025