ওভাল টেস্টে ভারতের দুর্দান্ত জয়ের পরে ক্রিকেট দুনিয়ায় হঠাৎ করে আলোড়ন তুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার (Former Pakistan Cricketer) সাব্বির আহমেদ খান (Shabbir Ahmed Khan)। তার অভিযোগ, ভারতীয় (Indian Cricket Team) পেসাররা (bowler) ‘ভেসলিন’ ব্যবহার করে বল বিকৃতি করেছেন। আর এই অভিযোগ ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে মজার বন্যা। অনেকেই সাব্বিরের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বরং ব্যঙ্গ করেছেন, মনে করিয়ে দিয়েছেন তাঁর অতীত, এমনকি উপদেশও দিয়েছেন, “এইবার বার্নল লাগান!”
ইংল্যান্ডের মাটিতে সিরিজের শেষ টেস্ট ছিল ওভালে। ভারতের ‘নতুন যুগের’ দল, যার নেতৃত্বে শুভমন গিল। সঙ্গে ফর্মে থাকা পেসাররা মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপরা একেবারে গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড ব্যাটিং লাইনআপকে। পঞ্চম দিনে মাত্র ২৮ রানে ৪ উইকেট তুলে নেয় ভারতীয় পেসাররা। সিরিজ ড্র হলেও, ভারতের লড়াকু মানসিকতা আর আক্রমণাত্মক পেস বোলিং মন জয় করে নিয়েছে দর্শকদের।
বিশেষ করে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পারফরম্যান্স ছিল নজরকাড়া। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ জেতান তিনি। ম্যাচের পর সিরাজ বলেন, “কোনও জটিলতা ছিল না। শুধু ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছিলাম। সফল হয়েছি।” ঠিক এখানেই প্রবেশ ঘটেছে সাব্বির আহমেদের। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমার ধারণা ভারত বলে ভেসলিন লাগিয়েছে। না হলে ৮০ ওভারের পরেও বল এত চকচকে থাকে কী করে?” তাঁর মতে, আম্পায়ারদের উচিত ওই বলটি ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করা।
I think
India used Vaseline
After 80 + over
Ball still shine like new
Umpire should send this ball to lab for examine— Shabbir Ahmed Khan (@ShabbirTestCric) August 4, 2025
তবে সাব্বিরের এই দাবিতে শুধু ভারতীয় সমর্থকরাই নয়, অনেক ক্রিকেটপ্রেমীই অবাক হয়েছেন। এমনকি অনেকে তাঁর অতীত মনে করিয়ে দিয়েছেন। এই সাব্বির আহমেদই এক সময় ‘চাকিং’ (অবৈধভাবে বল ছোড়ার) অভিযোগে আইসিসির দ্বারা এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
সাব্বিরের এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কেউ লিখেছেন, “ভারতের জয় সহ্য করতে না পেরেই এসব আজগুবি কথা বলছেন।” কেউ আবার কটাক্ষ করে লেখেন, “এইজন্যই একটু বিজ্ঞান পড়া দরকার ছিল।” আরও অনেকে মজা করে লিখেছেন, “ভেসলিন না, এবার বার্নল লাগান।”
বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের অতীতে বল বিকৃতির সঙ্গে জড়িয়ে পড়ার অনেক উদাহরণ রয়েছে। ওয়াকার ইউনিস, শোয়েব আখতার থেকে শুরু করে সাম্প্রতিক অনেক খেলোয়াড়ই নানা বিতর্কে জড়িয়েছেন। সেই প্রেক্ষাপটে সাব্বিরের অভিযোগ যে ‘উল্টো চোরের মতো’, তা বলছেন অনেকেই।
Former Pakistan Cricketer Shabbir Ahmed Khan react on Indian Cricket Team bowler Mohammed Siraj bowling performance