ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আর এই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে সরাসরি তাঁদের সঙ্গে আলোচনা করা। বোর্ডের একাংশ মনে করছে, দীর্ঘ মেয়াদে দল গঠনের জন্য এখন থেকেই তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখা প্রয়োজন। সেই জায়গায় সম্ভবত শুভমন গিলকে (Shubman GIll) আগামী দিনের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে।
সূত্র অনুযায়ী, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর রোহিত ও কোহলির সঙ্গে বৈঠকে বসতে পারেন বিসিসিআই কর্তারা। জানা যাচ্ছে, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা। শুধু টেকনিক্যাল কমিটি নয়, বোর্ড সভাপতি ও সচিবের উপস্থিতিতে হতে পারে এই গুরুত্বপূর্ণ আলোচনা।
রোহিত ও কোহলি ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় নিয়েছেন। এবছরই তাঁরা ঘোষণা করেছিলেন, আর লাল বলের ক্রিকেটে দেখা যাবে না তাঁদের। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দু’জনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সকলেই ভেবেছিলেন রোকো জুটি অবসর নেবেন একদিনের ক্রিকেট থেকে। কিন্তু সেই সিদ্ধান্ত নেননি তাঁরা। তবে এক দিনের ক্রিকেটে তাঁদের ভবিষ্যৎ এখনও অজানা।
বোর্ডের এক কর্তার কথায়, “রোহিত এবং কোহলির অবদান ভারতীয় ক্রিকেটে অপরিসীম। তবে বয়সের কথা মাথায় রেখে এবং ভবিষ্যতের কথা ভেবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ২০২৭ বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪০, কোহলির ৩৮। আমরা চাইছি, এখন থেকেই দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করতে।”
এই প্রসঙ্গে সবচেয়ে আলোচিত নাম শুভমন গিল। তরুণ এই ওপেনার ইতিমধ্যেই নিজেকে সাদা বলের ক্রিকেটে একজন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে প্রমাণ করেছেন। নেতৃত্বের ক্ষেত্রেও তাঁর মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও স্থিরতা। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। তাই তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবছে বিসিসিআই।
বর্তমানে রোহিতই ভারতের ওয়ানডে দলের অধিনায়ক। তবে বোর্ড সূত্রে খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্টোবরে যে এক দিনের সিরিজ রয়েছে, সেখান থেকেই ধীরে ধীরে নেতৃত্বের ভার শুভমনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপের জন্য দীর্ঘ প্রস্তুতি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। কার্যত সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির সূচনা হতে চলেছে এখন থেকেই। যেখানে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এক শক্তিশালী দল তৈরির লক্ষ্য নিয়েই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সামনের দিনগুলোয় সেই পরিকল্পনার রূপরেখা আরও স্পষ্ট হবে।
BCCI plans future with Indian Cricket Team Young Capatin Shubman GIll as Virat Kohli & Rohit Sharma face ODI uncertainty