বেঙ্গালাুরু: অনলাইন বেটিং অ্যাপের প্রচারকে ঘিরে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। সেই তদন্তেই মঙ্গলবার (৬ আগস্ট) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সামনে হাজির হলেন জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda ED questioning)। কিছুদিন আগেই এই একই মামলায় অভিনেতা প্রকাশ রাজকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা।
সাইবারাবাদ পুলিশের দায়ের করা একটি এফআইআরে মোট ২৯ জন সেলিব্রিটির নাম উঠে এসেছে, যাঁরা বিভিন্ন ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন বেটিং অ্যাপ প্রচার করেছেন বলে অভিযোগ। সেই তালিকাতেই নাম রয়েছে প্রকাশ রাজ, রানা ডগ্গুবাতি, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা এবং জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা শ্রীমুখীর।
জানা গিয়েছে, ২০১৬ সালে ‘জঙ্গলি রাম্মি’ নামের একটি গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন প্রকাশ রাজ। তবে ২০১৭ সালেই তিনি ওই প্রচার থেকে সরে আসেন বলে জানিয়েছেন—কারণ, তাঁর মতে সেই প্রমোশন অনুচিত ছিল। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।
সূত্রের খবর, এই মামলায় ইডি মূলত নজর দিচ্ছে সেলেব্রিটিদের সঙ্গে সংযুক্ত আর্থিক লেনদেন এবং ডিজিটাল ট্রান্সফার ট্র্যাকিং-এর দিকে। যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। রানা ডগ্গুবাতিকে ২৩ জুলাই হাজিরা দিতে বলা হলেও তিনি সিনেমার কাজের অজুহাত দেখিয়ে সময় চেয়ে নিয়েছেন। তাঁকে ও মাঞ্চু লক্ষ্মীকে নতুন করে ১৩ আগস্ট হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।
এই মামলার তদন্ত চলছে একাধিক আইনের অধীনে—ভারত ন্যায় সঞ্চিতা (Bharat Nyay Sanhita)-র ৩১৮(৪) ও ১১২ ধারা (৪৯ ধারা সহ), তেলেঙ্গানা স্টেট গেমিং অ্যাক্ট-এর ৪ নম্বর ধারা, এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬-ডি ধারা অনুযায়ী। মূলত প্রতারণা ও অনলাইন প্রতারকের অভিযোগেই মামলা রুজু হয়েছে।
ইন্ডাস্ট্রির একের পর এক তারকা যখন তদন্তের জালে, তখন প্রশ্ন উঠছে—অনলাইন জুয়ার প্রচারের দায় কোথায় গিয়ে দাঁড়াবে? সেলেব্রিটিদের সামাজিক দায়বদ্ধতা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিনোদন ও আইন মহলে।