পাঞ্জাবের মোহালিতে একটি অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন দুইজন (Mohali oxygen plant blast)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার সকালেই মহল্লার ফেজ ৯-এর ওই শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কর্মরত শ্রমিকরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, “এই মর্মান্তিক বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় সিভিল হাসপাতাল (ফেজ ৬)-এ ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।”
দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনো পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও কারিগরি ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকেরা।
এই ঘটনায় মোহালির নিরাপত্তা পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠছে। কীভাবে একটি অক্সিজেন কারখানায় এমন বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রশাসন।
দুর্ঘটনাস্থলে গিয়েছেন স্থানীয় আধিকারিকরা। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে বলেও জানানো হয়েছে।