শহরে এসে গেলেন জেসন ও জেমি, কবে থেকে নামবেন অনুশীলনে?

জয়ের মধ্য দিয়েই নতুন মরসুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ডের টানা দুইটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। হাতে মাত্র চারটে…

Jason Cummings and Jamie Maclaren Land in Kolkata

জয়ের মধ্য দিয়েই নতুন মরসুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ডের টানা দুইটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। হাতে মাত্র চারটে দিন তারপরেই গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচে শক্তিশালী ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান। তবে তার আগেই শহরে এসে যাবে দলের প্রায় সমস্ত ফুটবলার। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শহরে এসে গিয়েছেন গতবারের আইএসএল জয়ী কোচ জোসে মোলিনা। তারপর থেকেই সময় যত এগিয়েছে একে একে শহরে আসতে শুরু করেছেন দলের বিদেশি ফুটবলাররা।

গত সপ্তাহের শেষের দিকেই এসে গিয়েছিলেন টম অলড্রেড থেকে শুরু করে আলবার্তো রদ্রিগেজের মতো ডিফেন্ডাররা। কিন্তু কবে শহরে আসবেন ফরোয়ার্ড লাইনের অন্যতম ভরসাযোগ্য দুই তারকা তথা জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। সেই নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। জানা গিয়েছিল সব ঠিকঠাক থাকলে সোমবার গভীর রাতেই শহরে এসে যাবেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। সেটাই হয়েছে এবার। রাত দুটো বেজে প্রায় কুড়ি মিনিটের কিছুটা পরে কলকাতা বিমান বন্দরে পা রাখেন কামিন্স। তার কিছু সময় পরেই বেড়িয়ে আসেন বিমানবন্দর থেকে। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে উন্মাদনা দেখা দেয় সমর্থকদের মধ্যে।

   

সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই দলের অনুশীলনে যোগদান করতে দেখা যাবে এই অস্ট্রেলিয়ান তারকাকে‌। কিন্তু তিনি একানন। সোমবার রাতেই সকলকে চমকে দিয়ে শহরে এসে গিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ফুটবলার তথা জেমি ম্যাকলারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। জেসন কামিন্স আসার বেশ কিছুক্ষণ আগেই শহরে এসে পৌঁছে গিয়েছেন এই অস্ট্রেলিয়ান গোলমেশিন। খুব শীঘ্র তাঁকে ও দেখা যেতে চলেছে দলের অনুশীলনে। গত ফুটবল সিজনে মোহনবাগানের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই দুই দাপুটে ফরোয়ার্ডের। দলের হয়ে প্রায় কুড়িটির ও বেশি ম্যাচ খেলেছিলেন কামিন্স। যার মধ্যে সাতটি গোলের পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও ছিল বছর তিরিশের এই অজি তারকার।

Advertisements

অন্যদিকে, পঁচিশটি ম্যাচ খেলে বারোটি গোল করার পাশাপাশি আইএসএলে দুইটি অ্যাসিস্ট ছিল জেমি ম্যাকলারেনের। বলাবাহুল্য এই দুই ফুটবলারের দাপুটেই লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ জয় করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই নতুন সিজনে সেই চেনা ছন্দ বজায় রেখেই সাফল্য পেতে মরিয়া মোহনবাগান।