নতুন সিজনের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে তারা দুইটি ম্যাচে জয়ের ধারা বজায় রাখল কলকাতা ময়দানের এই প্রধান। সূচি অনুসারে সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ ছিল সবুজ-মেরুনের। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল বিএসএফ দলের সঙ্গে। পূর্ন সময়ের শেষে চারটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে মেরিনার্সরা। এদিন দলের হয়ে গোল পেয়েছেন যথাক্রমে মনবীর সিং, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad )। উল্লেখ্য, প্রথম ম্যাচের মতো এই ম্যাচে ও জোড়া গোল পেয়েছেন জাতীয় দলের উইঙ্গার লিস্টন কোলাসো।
তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের। তবে শুধুমাত্র লিষ্টন বা মনবীর নন। এদিন প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে চোখ ধাঁধানো গোল করে যান ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। ম্যাচের ৬১ মিনিটের মাথায় তাঁর শট প্রতিহত করার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি বিএসএফের ডিফেন্ডারের পক্ষে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে দ্বিতীয় ম্যাচে জয় পায় বাগান ব্রিগেড। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ডার্বি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
বাস্তব রায়ের তত্ত্বাবধানে সেই ম্যাচে পেয়েছিল সবুজ-মেরুন। সেই ম্যাচের পরেই কলকাতায় আসেন মোহনবাগানের সিনিয়র দলের হেড কোচ জোসে মোলিনা। যার ফলে এই ম্যাচ নিয়ে আরো বেশি উন্মাদনা দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। আসলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিবু ভিকুনার শক্তিশালী ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে নামার আগে দলের অধিকাংশ ফুটবলারদের পরোখ করে নেওয়ার পরিকল্পনা ছিল এই স্প্যানিশ কোচের। সেটাই করেছেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি দলের দুই বিদেশি ডিফেন্ডারদের ও মাঠে নামিয়ে দেখে নিয়েছেন মোলিনা।
পাশাপাশি এই ম্যাচে নজর কেড়েছেন সাহাল আব্দুল সামাদ। গত সিজনের শেষের দিকে কিছুটা অফ কালার থাকলেও এবার প্রথম থেকেই নজর কাড়লেন এই ভারতীয় তারকা। ম্যাচ শেষে সাংবাদিকদের তরফে সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” কিছুই বদলায়নি। আগের মতোই খেলার চেষ্টা করেছি। কোচ যেভাবে নির্দেশ দিয়েছিলেন ঠিক সেভাবেই সবাই লড়াই করেছে। দলের এই জয়ে আমি খুশি। আশা করি আগামী দিনে ও এভাবে চালিয়ে যেতে পারব।” আরও বলেন, ” আমরা গত সিজনে যে ছন্দে খেলেছিলাম, আজ আমরা সেই ছন্দেই খেলার চেষ্টা করেছি। তাছাড়া, কয়েকজন নতুন ফুটবলার এসেছে। তারাও ভালো করছে। তবে আমাদের বেশিরভাগ বিদেশি ফুটবলাররা এখনও যোগ দেয়নি।সবাই দলে যোগ দিলে আমরা খুশি হব এবং আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারব।”