টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজ ডুরান্ডের (Durand Cup 2025) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে দল লড়াই করছে বিএসএফ ফুটবল দলের বিপক্ষে। বাস্তব রায়ের তত্ত্বাবধানে গত ডার্বি ম্যাচে দল জয় পেলেও কিছুদিন আগেই শহরে এসে গিয়েছেন জোসে মোলিনা। বর্তমানে তাঁর তত্বাবধানেই দ্বিতীয় ম্যাচে নেমেছে সবুজ-মেরুন। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়দানের এই প্রধান। গোল পেয়েছেন ভারতীয় তারকা মনবীর সিং। তবে দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান বাড়াতে মরিয়া বাগান ফুটবলাররা।
উল্লেখ্য, প্রথমার্ধের শুরু থেকেই কার্যত হাইপ্রেস ফুটবলের মধ্যে দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলতে তৎপর ছিল বিএসএফের খেলোয়াড়রা। সেইমতো প্রথম কোয়ার্টারের মধ্যেই কয়েকবার গোলের সহজ সুযোগ চলে এসেছিল তাঁদের কাছে। কিন্তু সবুজ-মেরুনের জমাট বাঁধানো রক্ষণভাগের পাশাপাশি বিশাল কাইথের দক্ষ হাতে বারংবার আটকে যেতে হয় বিএসএফ দলকে। তবে সময় যত এগিয়েছে ততই চাপ বাড়িয়ে বিএসএফের রক্ষণে হানা দিতে শুরু করেন লিস্টন কোলাসো থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা। তারপর ২৪ মিনিটের মাথায় রোশন সিংয়ের ক্রস থেকে দুরন্ত হেড করেন মনবীর সিং।
সেখান থেকেই চলে আসে গোল। তার ঠিক মিনিট কয়েক পরেই প্রতিপক্ষ দলের ডি বক্সের বাইরে ফ্রি-কিক পায় সবুজ-মেরুন। শট নিতে আসেন গত ম্যাচে জোড়া গোল করা ফুটবলার লিস্টন কোলাসো। গোল পোস্ট লক্ষ্য করে জোড়ালো শট নিলেও প্রতিপক্ষ গোলরক্ষকের সক্রিয়তার দরুণ সেখান থেকে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। তারপর সময় এগোনোর সাথে সাথেই চাপ আরও বাড়তে শুরু করেছিল বাগান শিবির। কিন্তু গোলের দেখা মেলেনি। নির্ধারিত ৪৫ মিনিট পর অতিরিক্ত ২ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে।
কিন্তু তারপরও গোলের ব্যবধানে বাড়ানো সম্ভব হয়নি। তবে এই অতিরিক্ত সময়ের মধ্যেই গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল দুই পক্ষের ফুটবলারদের কাছে। ৪৬ মিনিটের মাথায় প্রতি আক্রমণের মধ্যে দিয়ে বাগান দুর্গে ঢুকে পড়েছিলেন বিএসএফের ফুটবলার কিশোরী। কিন্তু সঠিক দিকে শট রাখা সম্ভব হয়নি। তারপর অতিরিক্ত সময়ের একেবারে শেষের দিকে সহজ সুযোগ পেয়েছিলেন লিস্টন। কিন্তু বল গোলে রাখা সম্ভব হয়নি তাঁর পক্ষে।