কলকাতা বিশ্ববিদ্যালয় বনাম রাজ্য সরকার: ২৮ আগস্ট পরীক্ষাই চূড়ান্ত, অনড় VC

পরীক্ষার নির্ধারিত দিনে পরিবর্তনের জন্য রাজ্য সরকারের অনুরোধ সত্ত্বেও অনড় অবস্থানে রইল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। আগামি ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা নির্ধারিত রয়েছে।…

Calcutta University

পরীক্ষার নির্ধারিত দিনে পরিবর্তনের জন্য রাজ্য সরকারের অনুরোধ সত্ত্বেও অনড় অবস্থানে রইল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। আগামি ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা নির্ধারিত রয়েছে। ঠিক সেই দিনেই তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য শিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রীর তরফ থেকেও দিন বদলের অনুরোধ আসে। তবে সোমবার সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত জানিয়ে দেন, পরীক্ষা নির্ধারিত দিনেই হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে চরম চাপানউতোর। স্নাতক পরীক্ষার্থীদের একাংশ ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে বলে যুক্তি দিয়েছেন উপাচার্য। তাই শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের কর্মসূচির জন্য নির্ধারিত দিন পরিবর্তন করা যুক্তিযুক্ত নয় বলে জানান তিনি।

   

সোমবার সিন্ডিকেট বৈঠক শেষে শান্তা দত্ত বলেন, “আজকের বৈঠকে শিক্ষা দফতরের স্পেশাল সেক্রেটারি উপস্থিত ছিলেন। তিনি স্পষ্টই জানান, মুখ্যমন্ত্রী নিজে এই দিন বদলের জন্য অনুরোধ করেছেন। তবে হাউসে বিষয়টি আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষার তারিখ ২৮ আগস্টই থাকবে। প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী মানসিকভাবে প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। তাদের কথা ভেবে আমরা তারিখ বদল করবো না।”

এই অবস্থান নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ, রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন মেনে চললেও মুখ্যমন্ত্রীর সুপারিশকে সাধারণত গুরুত্ব দেওয়া হয় প্রশাসনিক সিদ্ধান্তে। তবে এবারে সেই দৃষ্টান্ত বদলে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

শিক্ষা দফতর সূত্রে জানা যায়, বেশ কিছু ছাত্র ২৮ আগস্ট পরীক্ষা দিতে আপত্তি জানিয়ে আবেদন করেন। সেই প্রেক্ষিতে শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে দিন পরিবর্তনের অনুরোধ জানায়। এরপরেই সোমবার সিন্ডিকেট বৈঠকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধিরাও। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, নির্ধারিত তারিখে পরীক্ষা হবে।

Advertisements

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বড় অংশ উপাচার্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাঁদের মতে, পরীক্ষার নির্ধারিত দিন বারবার বদল হলে মানসিক চাপ বাড়ে এবং প্রস্তুতির গতি ভেঙে যায়। তবে তৃণমূল ছাত্র পরিষদের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সংগঠনের এক নেতা জানান,

“২৮ তারিখ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস। বহু ছাত্র সেই অনুষ্ঠানে অংশ নিতে চায়। বিশ্ববিদ্যালয় চাইলে অন্য একদিনে পরীক্ষা নিয়ে নিতে পারত। প্রশাসন ছাত্রস্বার্থে কথা বললেও বাস্তবে ছাত্রদের কথা শুনছে না।”

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই কঠোর অবস্থান নিঃসন্দেহে শিক্ষাঙ্গনের স্বায়ত্তশাসনের দৃষ্টান্ত। তবে একই সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক পরামর্শ উপেক্ষিত হওয়ায় ভবিষ্যতে সংঘাত আরও চরমে পৌঁছাতে পারে বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ।