বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান এম হারুন অর রশীদের রহস্যময় মৃত্যু। তার মৃতদেহ মিলেছে একটি গেস্ট হাউসে। উল্লেখ্য মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশে রক্তাক্ত গণবিক্ষোভের বর্ষপূর্তি। গতবছর (২০২৪) তিনি বিক্ষোভকারীদের হামলার কিছু আগে নিজ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এই ঘটনার বর্ষপূর্তির ঠিক আগেই বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
বিবিসি জানিয়েছে, চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে উদ্ধার করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদের দেহ। জানা গেছে রবিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে একটি গেস্ট হাউসে ছিলেন তিনি।রাতে খাবারের পর তিনি কক্ষে ঘুমানোর জন্য যান।সকালে তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। পরে সেখানে বিছানার ওপর তার মরদেহ দেখতে পাওয়া যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাহমুদা বেগম জানান, চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষ থেকে প্রাক্তন সেনাপ্রধানকে সামরিক হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা প্রাক্তন সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে তিনি রবিবার বিকালে চট্টগ্রামে এসেছিলেন।
হারুন অর রশীদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। তার জন্ম ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নে।
অবিভক্ত পাকিস্তান আমলে সেনাবাহিনীতে যোগ দেন তিনি।কর্মরত অবস্থায় ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর প্রতীক খেতাব পান।