থাকছেন অলড্রেড, এক নজরে বাগানের একাদশ

আধ ঘন্টা ও বাকি নেই। তারপরেই কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ডের (Durand Cup 2025) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যেখানে…

Mohun Bagan to Kick Off Durand Cup 2025 Prep with Training at Club Ground from August 1

আধ ঘন্টা ও বাকি নেই। তারপরেই কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ডের (Durand Cup 2025) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যেখানে তাঁদের লড়াই করতে হবে বিএসএফ ফুটবল দলের বিপক্ষে। গত মহামেডান ম্যাচের পর এই ম্যাচ থেকে ও জয় সুনিশ্চিত করার লক্ষ্য রয়েছে লিস্টন কোলাসোদের। গত কয়েকদিন ধরে সেইমতো গোটা দলকে অনুশীলন করিয়েছেন বাগানের স্প্যানিশ বস জোসে মোলিনা‌। প্রথম ম্যাচে মূলত ভারতীয় ফুটবলারদের মাঠে নামিয়ে সাফল্য পেলেও শোনা যাচ্ছিল যে দ্বিতীয় ম্যাচে কয়েকজন বিদেশি ফুটবলারদের দেখে নিতে পারেন বাগান কোচ।

সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল দলের দুই ভরসাযোগ্য ডিফেন্ডারের নাম। টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ। তবে ফিটনেস দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল গতবারের আইএসএল জয়ী কোচের। সেটাই হল এবার। অবশেষে টম অলড্রেডকে রেখেই বিএসএফ দলের বিপক্ষে প্রথম একাদশ সাজালেন মোলিনা। উল্লেখ্য, গত মহামেডান ম্যাচের মতো এবারও শুভাশিস বসু বসুর অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে চলেছেন গোলরক্ষক বিশাল কাইথ। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে দীপেন্দু বিশ্বাস, লেওয়ান কাস্টানা, রোশন সিং, টম অলড্রেড।

   

মাঝমাঠের দায়িত্বে থাকছেন যথাক্রমে দীপক টাংড়ি, অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা। উইংয়ে থাকছেন যথাক্রমে লিস্টন কোলাসো এবং মনবীর সিং। ফরোয়ার্ড লাইনে দাপট দেখানোর জন্য থাকছেন কাশ্মীরের তরুণ ফুটবলার সুহেল আহমেদ ভাট। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ থেকে শুরু করে আশীষ রাই, অভিষেক সিং টেকচাম সহ সাহাল আব্দুল সামাদ এবং কিয়ান নাসিরি‌র মতো ফুটবলারদের আপাতত রিজার্ভ বেঞ্চে রাখা হলেও পরবর্তীতে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁদের মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন বাগান কোচ।

Advertisements

উল্লেখ্য, গত ম্যাচে জোড়া গোল করে গিয়েছিলেন লিস্টন কোলাসো। এছাড়াও সঠিক সময় গোল তুলে নিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন সুহেল আহমেদ ভাট। এই ম্যাচে ও তাঁদের উপর বাড়তি প্রত্যাশা থাকবে বাগান সমর্থকদের। অন্যদিকে, গত ম্যাচ ভুলে ক্লিনশিটের মধ্যে দিয়েই তিন পয়েন্ট নিশ্চিত করতে চাইবেন বিশাল কাইথ।