Weather Update: ফের নিম্নচাপ, ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ! আলিপুর হাওয়া অফিসের জরুরি বার্তা

আগস্টের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট থামার কোনও লক্ষণ নেই। (Weather Update) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দু’দিন— অর্থাৎ আজ ও আগামীকাল(Weather Update) রাজ্যের…

Disastrous Weather Alert! Alipore Met Office Warns of Relentless Heavy Rainfall

আগস্টের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট থামার কোনও লক্ষণ নেই। (Weather Update) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দু’দিন— অর্থাৎ আজ ও আগামীকাল(Weather Update) রাজ্যের বিভিন্ন অংশে চলবে লাগাতার বৃষ্টিপাত। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ— দুই অংশেই দেখা দেবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এর ফলে জনজীবনে আরও বেশি দুর্ভোগ নেমে আসবে, এমনটাই মনে করা হচ্ছে।(Weather Update) 

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

   

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের(Weather Update) পাঁচটি জেলায় আজ ও কাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলা হল— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই কিছু জায়গায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ছোট নদী ও ঝরনার জলস্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও তৈরি হয়েছে।(Weather Update) 

এদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতিও ভালো নয়। কলকাতা সহ হাওড়া, হুগলি, (Weather Update) দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া— সব জেলাতেই ইতিমধ্যেই জলমগ্ন বহু এলাকা। নাগাড়ে বৃষ্টির ফলে জমা জলের সমস্যা বাড়ছে। শহরের রাস্তাঘাট ডুবেছে, বন্ধ রয়েছে অনেক (Weather Update) স্কুল-কলেজ। বাজারে ঢুকছে না পর্যাপ্ত সবজি-ফল-মাছ— যার জেরে আকাশছোঁয়া দাম।(Weather Update) 

এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে গাছপালা উপড়ে যাওয়ার আশঙ্কা এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা তৈরি হয়েছে।(Weather Update) 

প্রশাসনের প্রস্তুতি ও পরামর্শ

Advertisements

এই দুর্যোগের মাঝে প্রশাসনের পক্ষ থেকে কিছু সতর্কতা জারি করা হয়েছে।(Weather Update) নিচু এলাকাগুলিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা(Weather Update) চলছে। নদীর পাড়ে, খালের ধারে বা ধসপ্রবণ এলাকায় লোকজনকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে কুঁড়েঘর বা দুর্বল নির্মাণের ঘরে বসবাসকারী মানুষদের অস্থায়ী ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত(Weather Update) নিম্নচাপ এবং পূবালী ও দক্ষিণ-পূবালী বায়ুর সক্রিয়তার ফলেই এই লাগাতার বৃষ্টিপাত। বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে, যা আরও বেশি জলীয়বাষ্প নিয়ে আসছে। এর জেরে বৃষ্টির পরিমাণ উত্তর ও দক্ষিণ উভয় বাংলাতেই বেড়েছে।(Weather Update) 

সাধারণ মানুষের দুর্ভোগ চরমে

সাধারণ মানুষ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম সমস্যায় পড়েছেন। যাতায়াতে (Weather Update) বিঘ্ন ঘটছে, স্কুল-কলেজে হাজিরা কমেছে। অনেক অফিস-কাছারিও আংশিক বন্ধ বা সীমিত কর্মী নিয়ে চলছে। রাস্তায় জমা জলের কারণে ট্রাফিক জ্যামের সমস্যা প্রকট আকার ধারণ করেছে।