জঙ্গলমহলে রেললাইনে বিস্ফোরণ! ফিরল দশক পুরনো ‘আতঙ্ক’

কলকাতা: এক দশকের পুরনো আতঙ্ক ফিরল জঙ্গলমহলে। রবিবার বিকেলে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে আচমকা থমকে দাঁড়াল রাজধানী এক্সপ্রেস। মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে গেল…

bomb blast on railway line

কলকাতা: এক দশকের পুরনো আতঙ্ক ফিরল জঙ্গলমহলে। রবিবার বিকেলে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে আচমকা থমকে দাঁড়াল রাজধানী এক্সপ্রেস। মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে গেল সময়। ট্রেন থামতেই পিছন থেকে ভেসে এল এক তীব্র বিকট শব্দ, রেললাইনে বিস্ফোরণ! প্রাথমিক তদন্তে অনুমান, মাওবাদীদের কাজ। অল্পের জন্য রক্ষা পেলেন ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা (bomb blast on railway line)।

সূত্রের খবর, রাজধানীর গার্ডই প্রথম বিস্ফোরণের শব্দটি শুনতে পান এবং দ্রুত তা স্থানীয় স্টেশন কর্তৃপক্ষকে জানান। রাতের দিকে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বিস্ফোরণের কারণ নিয়ে এখনও মুখ খুলতে নারাজ স্থানীয় প্রশাসন।

   

এই একটি ঘটনা নয়, রবিবার একই সময়ে ওড়িশার সীমান্তবর্তী জেলা সুন্দরগড়েও রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি বিস্ফোরণের সময় ও পদ্ধতির মিল, এবং দিনটির তাৎপর্য সব মিলিয়ে ফের উঠে আসছে মাওবাদী যোগের আশঙ্কা।

২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালনের ডাক দিয়েছিল মাওবাদী সংগঠনগুলি। সেই উপলক্ষে একাধিক জায়গায় বনধও ডাকা হয়েছিল। ঠিক সেই ‘শহিদ সপ্তাহ’-এর শেষদিনেই রেললাইনে বিস্ফোরণ, এবং তাও দুটি জায়গায়, পরিস্থিতিকে ঘিরে উদ্বেগ বেড়েছে রেল ও নিরাপত্তা বিভাগে।

Advertisements

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে তদন্তকারী আধিকারিক ও রেলপুলিশ। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। বিস্ফোরণে কী ধরনের উপাদান ব্যবহৃত হয়েছিল, তা নির্ভর করছে এই নমুনার বিশ্লেষণের উপর।

স্থানীয়দের একাংশ বলছেন, জঙ্গলমহলের মাটি যে আবার মাও আতঙ্কে কাঁপতে শুরু করেছে, এই বিস্ফোরণ তারই অশনিসঙ্কেত। প্রশাসন যদিও সরকারি ভাবে এখনই কিছু বলতে চাইছে না। তবে বিশেষ বাহিনী ও গোয়েন্দা বিভাগকে সক্রিয় করা হয়েছে বলে সূত্রের খবর।

রেল পরিষেবা স্বাভাবিক করতে তৎপরতা শুরু হয়েছে। তবে আতঙ্ক আর সংশয়ের ছায়া এখনও ঘনীভূত জঙ্গলমহলের আকাশে।