Durga Puja: হোটেল বুকিংয়ের ফাঁদে পর্যটক! ‘ফাইভ স্টার স্ক্যাম’ নিয়ে তদন্তে সাইবার পুলিশ

পুজোর আর মাত্র দু’মাস বাকি। ইতিমধ্যেই বহু মানুষ (Durga Puja) ছুটির প্ল্যান করছেন—কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, আবার কেউ বিদেশ সফরের পরিকল্পনায় ব্যস্ত। আর এই সুযোগকেই…

Luxury Hotel Booking Scam Unfolds Ahead of Durga Puja Festivities

পুজোর আর মাত্র দু’মাস বাকি। ইতিমধ্যেই বহু মানুষ (Durga Puja) ছুটির প্ল্যান করছেন—কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, আবার কেউ বিদেশ সফরের পরিকল্পনায় ব্যস্ত। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণির সাইবার জালিয়াত। অভিনব কায়দায় মানুষকে ঠকানোর ফাঁদ পাতছে তারা। এবার লক্ষ্য ভ্রমণপিপাসু মানুষেরা, যারা অনলাইনে হোটেল বুক করছেন—তাদের টার্গেট করেই ছক কষেছে জালিয়াত চক্র।(Durga Puja) 

সূত্র বলছে, বিভিন্ন পর্যটনস্থলে, বিশেষ করে পুরীতে ইতিমধ্যেই(Durga Puja) বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন। লালবাজারের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, পর্ণশ্রীর এক (Durga Puja) বাসিন্দা পুরীতে বেড়াতে যাওয়ার জন্য একটি হোটেল বুক করতে গিয়ে প্রতারিত হয়েছেন প্রায় ৭০ হাজার টাকা। তিনি অনলাইনে একটি হোটেলের খোঁজ পেয়ে সেই হোটেলের নাম করে একটি নম্বরে ফোন করেন। বুকিংয়ের জন্য প্রাথমিকভাবে (Durga Puja) ৭ হাজার টাকা পাঠানোর কথা বলা হয়। পরে বিভিন্ন অজুহাতে একাধিকবার টাকা চাওয়া হয় এবং শেষে ওই নম্বর বন্ধ হয়ে যায়। এরকম আরও বেশ কিছু অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে(Durga Puja) 

   

তবে এবার প্রতারণার পরিসর শুধু দেশের গণ্ডিতে আটকে নেই। পুলিশের দাবি, দেশ ছাড়িয়ে এবার বিদেশে হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছে এই ‘সাইবার গ্যাং’। তাদের এই নতুন কৌশলকে পুলিশ ‘অনলাইন ফাইভ স্টার স্ক্যাম’ নামে চিহ্নিত করেছে। মূলত বিলাসবহুল চার ও পাঁচতারা হোটেল খোঁজার সময়ই ভুক্তভোগীরা প্রতারণার ফাঁদে পড়ছেন(Durga Puja) 

জানা গিয়েছে, এই প্রতারণার পদ্ধতি বেশ জটিল ও পরিকল্পিত। প্রথমে জালিয়াতরা বিভিন্ন নামী হোটেলের নকল ওয়েবসাইট তৈরি করে। সেই সব সাইট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে খোঁজ করলেই পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই সেই ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করলে অপর প্রান্তে একজন ‘রিসেপশন এক্সিকিউটিভ’-এর মতো ভঙ্গিতে(Durga Puja) কথা বলেন। তারপর বিভিন্ন অফার ও ডিসকাউন্টের কথা বলে বুকিংয়ের অগ্রিম টাকা নেয়া হয়। কেউ কেউ একবার নয়, একাধিকবার টাকা পাঠিয়ে প্রতারিত হন।

Advertisements

এখানেই শেষ নয়। সাইবার অপরাধীরা এখন সোশ্যাল মিডিয়াতেও নজর রাখছে। কারা কোন হোটেল, কোন জায়গায় ঘুরতে যাচ্ছেন—তা জানার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্রিপ প্ল্যানিং অ্যাপ বা হ্যাশট্যাগ ঘেঁটে তথ্য সংগ্রহ করে তারা। এরপর সেই তথ্যকে ভিত্তি করে ফোন বা মেসেজ পাঠিয়ে ভুয়ো অফার দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই বলা হয়, “বিশেষ পুজো অফারে ৫০ শতাংশ ছাড়, কেবল আজকের জন্যই।”(Durga Puja) 

এই ধরনের প্রতারণা রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। লালবাজারের পাশাপাশি জেলার বিভিন্ন পুলিশ ইউনিট এবং সাইবার সেলও সক্রিয় হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে, অনলাইন বুকিং করার আগে সংশ্লিষ্ট হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করতে, বুকিং নম্বর বা হোয়াটসঅ্যাপে কথাবার্তা না বলে হোটেলের মূল ফোন নম্বরে যোগাযোগ করতে।(Durga Puja) 

পুলিশের পক্ষ থেকে পরামর্শ, কখনোই অচেনা (Durga Puja) নম্বর থেকে আসা অফার বিশ্বাস করা যাবে না। বিশেষত যারা বিদেশ সফরের পরিকল্পনা করছেন, তাঁদের আরও সতর্ক থাকা উচিত। কারণ বিদেশি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম।