১০০ বছরে মুখ্যমন্ত্রীর নামকরণে এবারের থিমে সেজে উঠবে টালা প্রত্যয়

উত্তর কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম হল টালা প্রত্যয় (Tala Prattoy Durga Puja)। এবার এই ঐতিহ্যবাহী পুজো ১০০ বছরে পা দিল। শতবর্ষে পা রেখে…

১০০ বছরে মুখ্যমন্ত্রীর নামকরণে এবারের থিমে সেজে উঠবে টালা প্রত্যয়

উত্তর কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম হল টালা প্রত্যয় (Tala Prattoy Durga Puja)। এবার এই ঐতিহ্যবাহী পুজো ১০০ বছরে পা দিল। শতবর্ষে পা রেখে এবার একেবারে ভিন্নতর এক থিম নিয়ে হাজির হচ্ছে তারা— ‘বীজ অঙ্গন’। এই থিমের নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পুজোর কাজ ইতিমধ্যেই জোরকদমে চলছে। শিল্পী, কর্মী, উদ্যোক্তা মিলিয়ে প্রায় ২০০ জন মানুষ দিনরাত এক করে কাজ করছেন মণ্ডপ তৈরির জন্য। পুজোর বাদ্যি যেন অনেক আগেই বেজে উঠেছে টালায়। এবার টালা প্রত্যয়ের ভাবনা শুধুই শিল্প নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বার্তাও।

   

‘বীজ অঙ্গন’ থিমের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে খাদ্য ও বীজের বিবর্তনের কাহিনী। টালা প্রত্যয়ের মেন্টর ধ্রুবজ্যোতি বসু জানিয়েছেন, “বীজ থেকেই তো সমস্ত কিছুর শুরু। আজকের দিনে দাঁড়িয়ে খাদ্য হয়ে উঠেছে গ্লোবাল রাজনীতির একটি বড় অংশ। সেখান থেকেই আমাদের ভাবনা— ‘বীজ অঙ্গন’।”

১০০ বছরে মুখ্যমন্ত্রীর নামকরণে এবারের থিমে সেজে উঠবে টালা প্রত্যয়

তিনি আরও বলেন, “আমরা এই পুজোতে শতবর্ষ উদযাপন করছি। এটা শুধু আমাদের গর্ব নয়, বরং আমাদের দায়বদ্ধতাও। ১০০ বছরের ইতিহাস বহন করা মানেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমাজ ও সংস্কৃতির প্রতিফলন ঘটানো। এই ভাবনা থেকেই এবারের থিম। মুখ্যমন্ত্রীর নির্দেশনায় এবং পছন্দেই এই থিমের নাম রাখা হয়েছে।”

ধ্রুবজ্যোতি বসু বলেন, “২০১১ সালের পর থেকে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে দুর্গাপুজোর ওপরেও। মুখ্যমন্ত্রীর সহযোগিতা ও আগ্রহে এই ইন্ডাস্ট্রি এখন ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। একসময়ের ৩০ হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি এখন রাজ্যের বহু মানুষের রুটির সংস্থান করে।”

Advertisements

তিনি জানান, “আমাদের পুজোতে এবার কাজ করছেন ১৯৮ জন মানুষ। পুজো যত এগোবে, এই সংখ্যাটা বাড়বে। সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান পাওয়া আমাদের মতো মধ্যম ও ছোট পুজো কমিটির কাছে বিশাল পাওনা। আমরা এই অর্থ ওয়েলফেয়ার ও চ্যারিটি খাতে খরচ করি।”

টালা প্রত্যয় বরাবরই মানুষের ভিড় টেনে আনে। পুজোর চারদিন এলাকাটি হয়ে ওঠে উৎসবের প্রাণকেন্দ্র। তাই এই বছর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দর্শনার্থীদের সুবিধার ওপর। প্যান্ডেলের প্রবেশপথ, নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে।

তালার মানুষ ও প্রত্যয় কমিটির সদস্যরা একযোগে কাজ করছেন এই থিমকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে। তাঁরা চান এই থিমের মাধ্যমে মানুষ শুধু শারদোৎসবের আনন্দই না, বরং ভাবনার খোরাকও পান।

শতবর্ষে দাঁড়িয়ে ‘বীজ অঙ্গন’— শুধুই একটি থিম নয়, বরং তা এক ইতিহাস, এক ভবিষ্যতের ভাবনা। মুখ্যমন্ত্রীর সংজ্ঞায়িত এই থিম হয়ে উঠতে চলেছে ২০২৫-এর পুজোর অন্যতম আলোচিত বিষয়।