প্রয়াত ‘দিশোম গুরু’ শিবু সরেন, ঝাড়খণ্ডে আদিবাসী রাজনীতির এক যুগের অবসান

রাঁচি: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেন। সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (jharkhand ex…

jharkhand ex cm shibu soren passed away

রাঁচি: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেন। সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (jharkhand ex cm shibu soren passed away)। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুর খবর জানিয়ে ছেলে ও বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেন, “সম্মানীয় দিশোম গুরু আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।”

আদিবাসী রাজনীতির পথপ্রদর্শক

‘দিশোম গুরু’ নামে পরিচিত শিবু সরেন শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন ঝাড়খণ্ডে আদিবাসী অধিকার আন্দোলনের এক প্রতীচিন মুখ। ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM), যার লক্ষ্য ছিল ছোটনাগপুর ও সাঁওতাল পরগনার আদিবাসী সমাজের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা। পরবর্তী দশকে তিনি হয়ে ওঠেন ঝাড়খণ্ড রাজ্য গঠনের মূল চালিকাশক্তি।

   

তিনবারের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী

শিবু সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন তিনবার। এছাড়া ইউপিএ জমানায় তিনি কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের দায়িত্বও সামলান। রাজনৈতিক জীবনের শুরুর দিকে কৃষক ও আদিবাসীদের জমির অধিকার নিয়ে লড়াই করেই নিজেকে প্রতিষ্ঠা করেন। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যেও আদিবাসী রাজনীতির ধ্বজাধারী হিসেবে তাঁর অবস্থান ছিল অবিচল।

Advertisements

শেষ দিনগুলি ও অসুস্থতা

গত জুনের শেষ সপ্তাহে কিডনির সমস্যার কারণে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় শিবু সরেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ-তে রাখা হয় তাঁকে। অবশেষে সোমবার সকালে তিনি প্রয়াত হন।

রাষ্ট্রীয় স্তরে শোকপ্রকাশ

শিবু সরেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঝাড়খণ্ড এবং দেশের রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব শোকপ্রকাশ করেছেন। অনেকের মতে, শিবু সরেন শুধু এক জন রাজনীতিক ছিলেন না, ছিলেন এক আদর্শ ও আন্দোলনের প্রতীক।