নতুন সিজনের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন তিরি, নিলেন চোখ ধাঁধানো শট

শেষ সিজনটা ভালো ছিল না মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। ডুরান্ডে হতাশাজনক বিদায়ের পর আইএসএলে ভালো পারফরম্যান্স করে সাফল্য বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা…

Transfer Rumours about Tiri

শেষ সিজনটা ভালো ছিল না মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। ডুরান্ডে হতাশাজনক বিদায়ের পর আইএসএলে ভালো পারফরম্যান্স করে সাফল্য বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। মোহনবাগানের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল আইএসএল জয়ীরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল দেশের বানিজ্য নগরীর এই শক্তিশালী ফুটবল ক্লাবকে।

Also Read | চার্চিলের যুক্তি খারিজ সুপ্রিম কোর্টের, আইলিগ জয়ী ইন্টার কাশী

   

সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। কিন্তু সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করেছিল গোটা পরিস্থিতি। দ্বিতীয় লেগে একের পর এক দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করলে ও পরবর্তী এগোনো সম্ভব হয়নি। জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল রনবীর কাপুরের দলের। সেইমতো শুরু ও করেছিল সকলে। কিন্তু তা বজায় থাকেনি বেশিদূর।‌ যারফলে খালি হাতেই শেষ হয়েছিল মরসুম। যা নিঃসন্দেহে বিরাট ধাক্কা। তবে সেই অতীত পিছনে ফেলে নতুন সিজনের জন্য বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট।

Also Read | বিএসএফ ম্যাচের ভেন্যু নিয়ে ‘বিস্ফোরক’ হোসে মোলিনা! দেখুন ভিডিও

Advertisements

এক্ষেত্রে দলের বেশ কিছু ফুটবলারদের বদল করার পাশাপাশি পুরনো কিছু ফুটবলারের সঙ্গে নয়া চুক্তি করতে মরিয়া ছিল সিটি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল তিরির (Tiri ) নাম। সেটাই হয়েছে এবার। সেই সুবাদে আরও একটা সিজন মুম্বাই সিটি এফসির জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে এই স্প্যানিশ ফুটবলারকে। তবে দল এবারের ডুরান্ডে অংশগ্রহণ না করলেও প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের জন্য নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলে‌। তা মাথায় রেখে অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছিলেন এই দাপুটে ফুটবলার।

অন্যান্য বছরগুলির মত এবার ও তাঁর দিকে বিশেষ নজর থাকবে সকলের। এসবের মাঝেই আপলোড করলেন নিজের একটি ভিডিও। যেখানে অনুশীলন চলাকালীন চোখ ধাঁধানো শটে বল গোলে পাঠাতে দেখা যায় সবুজ-মেরুনের এই প্রাক্তন ফুটবলার। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে‌।