নতুন Oben Rorr EZ উন্নত ব্যাটারি ও আধুনিক ফিচারে সজ্জিত হয়ে আসছে, অগস্টের এই দিন লঞ্চ

বেঙ্গালুরুর ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা Oben Electric ঘোষণা করেছে যে, তারা আগামী ৫ আগস্ট ২০২৫-এ তাদের নতুন মোটরসাইকেল Oben Rorr EZ বাজারে আনতে চলেছে। এটি হবে…

Oben Rorr EZ

বেঙ্গালুরুর ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা Oben Electric ঘোষণা করেছে যে, তারা আগামী ৫ আগস্ট ২০২৫-এ তাদের নতুন মোটরসাইকেল Oben Rorr EZ বাজারে আনতে চলেছে। এটি হবে কোম্পানির জনপ্রিয় এন্ট্রি-লেভেল মডেল Rorr EZ-এর নতুন প্রজন্মের সংস্করণ। যার মধ্যে থাকবে উন্নত প্রযুক্তি এবং রাইডার-কেন্দ্রিক কিছু পরিবর্তন। একই দিনে এই বাইকের বুকিং শুরু হবে এবং ১৫ আগস্ট ২০২৫ থেকে ডেলিভারি চালু হবে।

Oben Rorr EZ-এ উন্নত LFP ব্যাটারি প্রযুক্তি থাকবে

Oben Electric জানিয়েছে, নতুন Rorr EZ মডেলটি তাদের নিজস্ব উন্নত LFP (Lithium Iron Phosphate) ব্যাটারি টেকনোলজির সাহায্যে চালিত হবে। এই ব্যাটারি সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় তাপ প্রতিরোধে বেশি কার্যকর এবং দীর্ঘস্থায়ী হয়। এর ফলে বাইকটির ব্যাটারি পারফরম্যান্স আগের চেয়ে বেশি রেঞ্জ ও নির্ভরযোগ্যতা দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

   

পেটেন্ট ইমেজে ফাঁস নতুন অ্যাডভেঞ্চার বাইকের ডিজাইন, বছরের শেষেই লঞ্চ

বর্তমানে Oben Rorr EZ মডেলটিতে LCD ডিসপ্লে ব্যবহার করা হয়, যা বর্তমানে বাজারে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইকের তুলনায় কিছুটা পুরনো প্রযুক্তি। তবে এবার নতুন মডেলে TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হতে পারে, যা আরও আধুনিক এবং তথ্যবহুল ইউজার ইন্টারফেস প্রদান করবে। এই আপগ্রেডের কারণে বাইকটির দামে কিছুটা বৃদ্ধি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisements

বর্তমানে তিনটি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যায়

বর্তমানে Oben Rorr EZ বাজারে তিনটি ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ – ২.৬ কিলোওয়াট আওয়ার, ৩.৪ কিলোওয়াট আওয়ার এবং ৪.৪ কিলোওয়াট আওয়ার। এই ভ্যারিয়েন্টগুলির এক্স-শোরুম মূল্য ১ লক্ষ টাকা থেকে ১.৩০ লক্ষ টাকা পর্যন্ত। নতুন মডেলেও এই ভ্যারিয়েন্ট সিস্টেম বজায় রাখা হতে পারে, তবে নতুন ফিচার ও ব্যাটারির কারণে দাম সামান্য বাড়তে পারে।

Oben Electric-এর নতুন প্রজন্মের Rorr EZ নিয়ে আগ্রহ ইতিমধ্যেই তৈরি হয়েছে ইলেকট্রিক টু-হুইলার বাজারে। উন্নত ব্যাটারি, আধুনিক ডিসপ্লে এবং রাইডার-কেন্দ্রিক ফিচার যুক্ত এই বাইকটি ইলেকট্রিক বাইকপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, ৫ আগস্টে লঞ্চের পর এই বাইকটি বাজারে কতটা সাড়া ফেলতে পারে।