‘ব্রহ্মোস নামেই কাঁপে পাকিস্তান’, সেই অস্ত্র তৈরি হচ্ছে লখনউ-এ, হুঁশিয়ারি মোদীর

বারাণসী: বারাণসীর মাটিতে দাঁড়িয়ে আত্মনির্ভর ভারতের সামরিক পরিকাঠামোর এক ঐতিহাসিক পর্বের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু উদ্বোধন নয়, এদিন তাঁর ভাষণে ছিল কূটনৈতিক দৃঢ়তা,…

pm modi Brahmos Missile

বারাণসী: বারাণসীর মাটিতে দাঁড়িয়ে আত্মনির্ভর ভারতের সামরিক পরিকাঠামোর এক ঐতিহাসিক পর্বের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু উদ্বোধন নয়, এদিন তাঁর ভাষণে ছিল কূটনৈতিক দৃঢ়তা, প্রতিরক্ষা কৌশলের স্পষ্ট সংকেত এবং একযোগে রাজনৈতিক ঐক্যের আহ্বান।

প্রধানমন্ত্রী জানিয়ে দেন, “লখনউয়ে তৈরি হবে ব্রহ্মোস মিসাইল। পাকিস্তান যদি আবার কোনও পাপ করে, তবে ইউপিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে দেবে জঙ্গিদের (PM Modi Brahmos Missile)।’’

   

‘অপারেশন সিদুঁর’ ও ‘ব্রহ্মোস আতঙ্ক’: পাকিস্তানকে মোদীর কড়া বার্তা

সম্প্রতি হওয়া ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনে মোদী বলেন, “বিশ্ব আজ দেখেছে ভারতের তৈরি অস্ত্রের বাস্তব ক্ষমতা। ড্রোন, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, এই সবকিছুই ‘আত্মনির্ভর ভারত’-এর পরিচায়ক।’’ পাশাপাশি পাকিস্তান প্রসঙ্গে মোদীর সংযোজন, “ওরা তো ব্রহ্মোস নাম শুনলেই রাতের ঘুম হারায়।’’

স্বদেশি অস্ত্র, স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প: ইউপি ডিফেন্স করিডরের উত্থান 

প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে উত্তরপ্রদেশে গড়ে ওঠা নতুন প্রতিরক্ষা শিল্পাঞ্চলের প্রসঙ্গ। মোদীর দাবি, একের পর এক আন্তর্জাতিক প্রতিরক্ষা সংস্থা আসছে ইউপি-র ডিফেন্স করিডরে। “Made in India” অস্ত্রই হবে আগামী দিনে ভারতীয় সেনাবাহিনীর আসল ভরসা, এমনই বার্তা তাঁর।

Advertisements

ট্রাম্পের সমালোচনার প্রেক্ষিতে ‘স্বদেশি’র জোরালো বার্তা

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘dead economy’ বলে সমালোচনা করেছিলেন এবং ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেন ভারতীয় পণ্যের উপর। সেই কটাক্ষের প্রতিক্রিয়াতেই এদিন বারাণসীর সভা থেকে মোদীর প্রত্যুত্তর, “ভারতের প্রতি আস্থা রাখুন। আমরা শুধু ভারতীয়দের তৈরি পণ্যই ব্যবহার করব। লোকাল-এর জন্য ভোকাল হব।’’

‘মতপার্থক্য ভুলে আসুন এক ছাতার তলায়’, রাজনৈতিক দলগুলিকে বার্তা

প্রধানমন্ত্রী এদিন রাজনৈতিক দলগুলিকে উদ্দেশ করে বলেন, “যাঁরা চান ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠুক, তাঁরা রাজনৈতিক মতানৈক্য ভুলে দেশের জন্য একযোগে কাজ করুন।’’

বারাণসীর ভাষণে একদিকে যেমন প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা ও প্রযুক্তির উন্নয়নের ছবি তুলে ধরেছেন মোদী, অন্যদিকে স্পষ্ট কূটনৈতিক বার্তা দিয়েছেন পাকিস্তানকে। এই ভাষণ নিছক প্রতিশ্রুতি নয়, বরং নির্বাচনী রাজনীতির আবহে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক আত্মবিশ্বাসের এক সুস্পষ্ট রূপরেখা।