দলীপ ট্রফি ২০২৫ (Duleep Trophy 2025) মরসুমের জন্য পূর্বাঞ্চলের পর ওয়েস্ট জোনের স্কোয়াড (West Zone Squad) ঘোষণা করেছে সংশ্লিষ্ট নির্বাচক কমিটি। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুম্বইয়ের অভিজ্ঞ অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে (Shardul Thakur)। দলে সুযোগ পেয়েছেন ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়াল, অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং বহু প্রতীক্ষিত প্রতিভা সরফরাজ খান (Sarfaraz Khan)। সব মিলিয়ে মুম্বই থেকে সাতজন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই দলে।
সরফরাজ খানের জন্য এই সুযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে জায়গা না পাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য শুধু পারফরম্যান্স নয়, ফিটনেসও যে বড় বিষয়, তা ভালভাবেই বুঝেছিলেন সরফরাজ। মাত্র দু-মাসে ১৭ কেজি ওজন কমিয়ে নিজেকে পুরোপুরি তৈরি করেছেন। নির্বাচকদের কাছে একটাই বার্তা। তিনি এখন আরও বেশি ফিট এবং ধারাবাহিকতা দেখাতে প্রস্তুত।
অন্যদিকে, শ্রেয়স আইয়ারের ক্ষেত্রেও জাতীয় দলের দরজা আপাতত ওয়ান ডে ফর্ম্যাটেই খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় দলের ম্যানেজমেন্ট। তবুও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার মঞ্চে তিনি সুযোগ পেয়েছেন, যা তাঁর জন্যও গুরুত্বপূর্ণ বার্তা।
ওয়েস্ট জোনের দলে রয়েছেন মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়াড় এবং গুজরাট, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র ও মুম্বইয়ের একাধিক প্রতিভাবান ক্রিকেটার। উইকেটকিপার হিসেবে দলে আছেন হার্ভিক দেশাই এবং সৌরভ নাবালে। নির্বাচকদের সিদ্ধান্তে স্পষ্ট, এবার দৃষ্টি মূলত তরুণ প্রজন্মের দিকে।
যদিও দলে জায়গা হয়নি চেতেশ্বর পূজারা কিংবা অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। আবার পৃথ্বী শ-ও স্কোয়াডে জায়গা পাননি। যদিও তিনি এবার মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছেন এবং ঘরোয়া মরসুমে ঋতুরাজের সঙ্গে ব্যাট করতে দেখা যাবে তাঁকে। দলীপ ট্রফির মতো টুর্নামেন্টে জায়গা না পাওয়া পৃথ্বীর জন্যও বড় সতর্কবার্তা।
প্রসঙ্গত, চলতি মরসুম থেকে আবার জোনভিত্তিক দলীপ ট্রফি ফিরছে ছয়টি জোনের অংশগ্রহণে। সেমিফাইনালে সরাসরি খেলবে ওয়েস্ট ও সাউথ জোন। শেষ বার ২০২৩-২৪ মরসুমে জোনাল ফরম্যাটে খেলা হয়েছিল এবং সাউথ জোন হয়েছিল বিজয়ী।
ওয়েস্ট জোন স্কোয়াড: শার্দূল ঠাকুর (অধিনায়ক, মুম্বই), যশস্বী জয়সওয়াল (মুম্বই), আর্য দেশাই (গুজরাট), হার্ভিক দেশাই (সৌরাষ্ট্র), শ্রেয়স আইয়ার (মুম্বই), সরফরাজ খান (মুম্বই), ঋতুরাজ গায়কোয়াড় (মহারাষ্ট্র), জয়মীত প্যাটেল (গুজরাট), মনন হিংরাজিয়া (গুজরাট), সৌরভ নাবালে (গুজরাট), শামস মুলানি (মুম্বই), তনুষ কোটিয়ান (মুম্বই), ধর্মেন্দ্র সিং জাডেজা (সৌরাষ্ট্র), তুষার দেশপাণ্ডে (মুম্বই), অর্জন নাগসওয়ালা (গুজরাট)
Indian Cricket Team star Shreyas Iyer Sarfaraz Khan named in West Zone squad for Duleep Trophy 2025 where Shardul Thakur to lead