৮০ হাজার বুথে জনতার দরবার! রাজ্যজুড়ে শুরু ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প

কলকাতা: নতুন প্রশাসনিক উদ্যোগে মানুষের দোরগোড়ায় পৌঁছতে এবার ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প শুরু করল রাজ্য সরকার। শনিবার থেকে কলকাতা সহ গোটা রাজ্যে চালু হল এই…

Amader Para Amader Samadhan starts

কলকাতা: নতুন প্রশাসনিক উদ্যোগে মানুষের দোরগোড়ায় পৌঁছতে এবার ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প শুরু করল রাজ্য সরকার। শনিবার থেকে কলকাতা সহ গোটা রাজ্যে চালু হল এই মেগা কর্মসূচি (Amader Para Amader Samadhan starts)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৮০ হাজার বুথ জুড়ে চালু হচ্ছে এই প্রকল্প, যেখানে সরাসরি শিবিরে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। 

কোথায় কীভাবে চলবে এই প্রকল্প?

প্রত্যেকটি ক্যাম্প তিনটি বুথ নিয়ে তৈরি একটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা করে। শনিবার সকাল থেকেই কলকাতার চারটি জায়গায় এই ক্যাম্প চালু হয়েছে, ভবানীপুর গুজরাটি এডুকেশন কলেজ (৭০ নম্বর ওয়ার্ড), উল্টোডাঙা মার্কেট (১৩ নম্বর ওয়ার্ড), লাহা কলোনি মাঠের কমিউনিটি হল (১০ নম্বর ওয়ার্ড), এবং রিফিউজি হোম (৪৮ নম্বর ওয়ার্ড)।

   

ক্যাম্পে উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা। সমস্যার ধরন বুঝে তাঁরা জানিয়ে দিচ্ছেন, কোথায় আবেদন করতে হবে, কতদিনে সমাধান মিলবে।

কী ধরনের সমস্যা মেটানো হবে?

পুরসভা বা স্থানীয় প্রশাসন যেসব ছোট ও দ্রুত সমাধানযোগ্য সমস্যা মেটাতে পারবে, তার তালিকাও নির্ধারিত হয়েছে-

  • রাস্তার আলো বসানো বা মেরামতি
  • ছোট রাস্তার উন্নয়ন
  • কমিউনিটি হল সংস্কার
  • বস্তি এলাকার শৌচালয়ের উন্নয়ন
  • পানীয় জলের ব্যবস্থা
  • জলাশয়ের সংস্কার
  • স্কুল মেরামতি
  • এলাকার সৌন্দর্যায়ন

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

শিবিরে গিয়ে সমস্যা জানাতে হলে ভোটার কার্ড ও সমস্যার লিখিত বিবরণ সঙ্গে আনতে হবে। নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেই সমস্যা নথিভুক্ত করা হবে। প্রতিটি ক্যাম্পে থাকবে ‘দুয়ারে সরকার’ ডেস্কও।

Advertisements

কবে থেকে কবে পর্যন্ত চলবে?

রাজ্য জুড়ে প্রায় ২৭ হাজার ক্যাম্প চলবে টানা ৬০ দিন। এরপর প্রশাসনিকভাবে সমস্যাগুলির মূল্যায়নের জন্য বরাদ্দ থাকছে ৩০ দিন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়া সমস্যাগুলির চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে, এমনই জানিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়ার ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ সমস্যা সরাসরি প্রশাসনের নজরে আনতে পারবেন বাসিন্দারা। একদিকে যেমন বাড়ছে সরকারি নজরদারি ও জবাবদিহি, তেমনই শক্তিশালী হচ্ছে বুথভিত্তিক জনসংযোগ পরিকাঠামো।

রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক উদ্যোগ হলেও ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প আসন্ন পঞ্চায়েত ও পুরভোটকে লক্ষ্য করেই জনসংযোগের একটি কৌশলগত পর্ব হতে চলেছে।