বর্ষার দাপট চলবে সপ্তাহজুড়ে, উত্তরে রেড অ্যালার্ট, দক্ষিণের পরিস্থিতি থাকবে কেমন?

কলকাতা: আগস্টের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে অতি ভারী…

heavy downpour in bengal

কলকাতা: আগস্টের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট। আগামী সাত দিন ধরে চলবে বৃষ্টির এই ধারা, জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। একইসঙ্গে জানানো হয়েছে, এ বছর বর্ষা খেলবে দীর্ঘ ইনিংস, অগাস্ট ও সেপ্টেম্বর জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা (heavy downpour in bengal)।

আজ থেকেই শুরু বর্ষার দ্বিতীয় ধাক্কা

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, ২ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় চলবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে।

   

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, রেড অ্যালার্ট জারি

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৪ আগস্ট পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৭ আগস্ট পর্যন্ত।

৭ আগস্ট ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর ও মধ্য বঙ্গেও

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বুধবার (৭ আগস্ট) উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ওই দিন দক্ষিণবঙ্গেও সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা?

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮১ থেকে ৯৮ শতাংশের মধ্যে, ফলে অস্বস্তি থেকে যাবে।

বর্ষা থাকবে বেশি দিন

আবহাওয়া বিজ্ঞানীদের মতে, চলতি বর্ষা মরশুমে দ্বিতীয়ার্ধে, অর্থাৎ অগাস্ট ও সেপ্টেম্বর মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের বিভিন্ন অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। দীর্ঘ মেয়াদি বর্ষার এই পূর্বাভাস কৃষিকাজ এবং জলসম্পদ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

পরামর্শ: ভারী বৃষ্টির সময় নদী তীরবর্তী এলাকা, পাহাড়ি অঞ্চল ও জল জমা সম্ভাব্য জায়গাগুলিতে সতর্কতা মেনে চলার আবেদন করেছে প্রশাসন।