পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সাড়ম্বরে উদযাপিত হয়েছে ইস্টবেঙ্গল দিবস। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকরা নিজেদের মতো করে পালিন করেছে এই শুভদিন। পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কেটে নিজেদের প্রিয় দলের প্রতিষ্ঠা দিবসের আনন্দে মেতেছিল ফুটবল প্রেমীরা। একই ছবি ধরা দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। যেখানে সকালে পতাকা উত্তোলনের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ঘটেছিল অনুষ্ঠানের সূত্রপাত। পরবর্তীতে ক্ষুদিরাম অনুশীলন কক্ষে নানাবিধ সম্মানে সম্মানিত করা হয় ভারতীয় ক্রীড়া মহলের নানান ব্যক্তিত্বকে।
তবে এই শুভদিনে ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করতে ভোলেননি দলের প্রাক্তন ফুটবলাররা। যার মধ্যে সকলের নজর কেড়েছেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক তথা বহু যুদ্ধের সেনাপতি হরমনজ্যোত সিং খাবরা (Harmanjot Khabra)। একটা সময় ইস্টবেঙ্গলের জার্সিতে দুর্নিবার হয়ে উঠেছিলেন এই পাঞ্জাবি ফুটবলার। তাঁর দৌলতে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে সহজ জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এমনকি বছর কয়েক আগেও তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে নিজেকে প্রমাণ করার অবিরাম চেষ্টা চালিয়েছিলেন এই দাপুটে ফুটবলার।

প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে নিজের সোশ্যাল সাইট থেকে বিশেষ বার্তা দেন এই প্রাক্তন অধিনায়ক। যেখানে ইস্টবেঙ্গলের জার্সিতে একাধিক ছবি পোস্ট করেন খাবরা। সেখানেই ইস্টবেঙ্গলের একাধিক সিজনের জার্সিতে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় এই ভারতীয় ফুটবলারকে। আসলে সময় বদল হলেও তিনি যে লাল-হলুদের ভরসার কেন্দ্রে থেকেছেন সবসময় সেটাই প্রকাশ পেয়েছে বারংবার। সেই সাথে ক্যাপশনে তিনি লেখেন, “লাল-হলুদ রঙ আমাকে খাবরা বানিয়েছে, ইস্টবেঙ্গল পতাকা যেন সবসময় সবার ওপরে সসম্মানে ওড়ে ।শুভ ইস্টবেঙ্গল দিবস।”
বাংলা ভাষায় তাঁর এমন পোস্ট খুব সহজেই মন জয় করেছে লাল-হলুদ সমর্থকদের। বর্তমানে ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ারে ইতি টানার পর কোচিংয়ের ক্ষেত্রে মনোনিবেশ করেছেন লাল-হলুদের এই প্রাক্তন তারকা।