শনির সকালেই শহরে আলবার্তো, অপেক্ষায় সমর্থকরা

গত বৃহস্পতিবার ডার্বি জয় করেই নতুন সিজন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে অন্যতম…

Alberto Rodriguez's Brace Secures Victory for Mohun Bagan

গত বৃহস্পতিবার ডার্বি জয় করেই নতুন সিজন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। জোড়া গোল পেয়েছেন লিস্টন কোলাসো। বাস্তব রায়ের তত্ত্বাবধানে ভারতীয় ফুটবলারদের এমন পারফরম্যান্স দেখে যথেষ্ট খুশি সকল সমর্থকরা। পরবর্তী ম্যাচগুলিতে এই জয়ের ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য সবুজ-মেরুনের। হাতে এখন দিন কয়েক সময় রয়েছে মোহনবাগানের। তারপর আগামী ৪ঠা আগস্ট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা।

যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বিএসএফ ফুটবল দল। এখন সেই ম্যাচের জন্যই নিজেদের প্রস্তুত করছেন সকল ফুটবলাররা। এসবের মাঝেই জুলাইয়ের শেষ রাত্রে শহরে এসে পৌঁছেছেন বাগানের স্প্যানিশ কোচ জোসে মোলিনা। তিনি একানন। মধ্যরাতে শহরে পা রেখেছেন তার সাপোর্টিং স্টাফেরা। সেই নিয়ে যথেষ্ট উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তারপর আগস্টের প্রথম দিনের সকালেই শহরে চলে আসেন বাগানের তারকা ডিফেন্ডার টম অলড্রেড। দিনকয়েক আগেই বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল তাঁর আসার বিষয়টি। সেই মতো সঠিক সময় কলকাতা বিমানবন্দরে পা রাখেন বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার।

   

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কবে কলকাতায় আসবেন দলের আরেক তারকা ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodriguez)। সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে শনিবার সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ শহরে চলে আসতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। বর্তমানে তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আপামর মোহন জনতা। উল্লেখ্য, শেষ ফুটবল মরসুমে সবুজ-মেরিন জার্সিতে সর্বক্ষণ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন আলবার্তো। প্রতিপক্ষের আক্রমণ ভোঁতা করার পাশাপাশি দলের প্রয়োজনে গোল তুলে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার।

Advertisements

এমনকি গতবারের শিল্ডের পাশাপাশি লিগ কাপ জয়ের ও ব্যাপক ভূমিকা ছিল এই ফুটবলারের। সবদিক মাথায় রেখেই এই নতুন সিজনে ও তাঁর উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। পুরনো ছন্দ বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য আলবার্তোর।