দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ফুটবল দলের হেড কোচ (Indian Football Team Head coach) হিসেবে দায়িত্ব পেলেন খালিদ জামিল (Khalid Jamil)। শুক্রবার সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) টেকনিক্যাল ও এক্সিকিউটিভ কমিটির (Executive Committee) যৌথ বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। দেশীয় ও বিদেশি কোচ মিলিয়ে মোট ১৭০টি আবেদন জমা পড়েছিল ফেডারেশনের কাছে। সেখান থেকে তিনজনকে চূড়ান্ত করা হয়। বর্তমানে জামশেদপুরের কোচের দায়িত্বে থাকা খালিদ জামিল, প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন এবং স্লোভাকিয়ার স্টেফান টারকোভিচ। শেষমেশ দেশীয় কোচকেই হেডস্যর হিসেবে বেছে নিল ফেডারেশন। যদিও খালিদ জামিলই ভারতীয় দলের কোচ হতে পারেন এই বিষয়ে আগেই জানিয়েছিল Kolkata 24X7।
ডুরান্ড কাপ ২০২৫ অভিযান শুরুতেই ত্রিভুবন আর্মিকে হারিয়ে ৩-২ গোলে জেতে জামশেদপুর। সেদিন সাখ্যাৎকারে খালিদ জামিলকে প্রশ্ন করা হয় ভারতীয় দলের কোচের পদে কতটা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তিনি? প্রশ্ন এড়িয়ে গেলেও তিনি হেসে বলেন, ‘দেখা যাক’। এখনই সেই প্রশ্নই যেন বাস্তব রূপ নিল। সুনীল ছেত্রী-সন্দেশদের নতুন হেড স্যারের দায়িত্বে এলেন জামশেদপুরের বর্তমান কোচ ।
নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। দীর্ঘদিন পর কোনও ভারতীয় কোচ দায়িত্ব নিচ্ছেন সিনিয়র জাতীয় দলের। উল্লেখযোগ্যভাবে, খালিদ জামিলই প্রথম ভারতীয় কোচ, যিনি আইএসএলে (ISL) কোনও দলকে প্লে-অফে নিয়ে গেছেন। তাঁর কোচিংয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি ২০২০-২১ মরসুমে নজরকাড়া পারফরম্যান্স করেছিল।
গত ২ জুলাই ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, মানোলো মার্কুয়েজের সঙ্গে পথ আলাদা হয়েছে ভারতের। এরপর থেকেই নতুন কোচ খোঁজার কাজ শুরু হয়। এতদিন ধরে খালিদের নাম নিয়েই চলছিল জোর গুঞ্জন। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগে ‘দেশীয় প্রতিভাকে সুযোগ’ দেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিয়েছে। দেশের প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরা অনেকেই ভারতীয় কোচ নিয়োগের দাবি তুলেছিলেন। তাদের মতে, স্থানীয় কোচরাই দেশের ফুটবলারদের মনের ভাবনা, সংস্কৃতি ও খেলার ধরনকে ভালোভাবে বুঝতে পারবেন। আপাতত কত বছরের জন্য খালিদ জামিলকে কোচ করা হয়েছে সেটা জানানো হয়নি।
The AIFF Executive Committee, in the presence of the Technical Committee, has approved the appointment of Khalid Jamil as the new head coach of the Senior India Men’s National Team.#IndianFootball ⚽️ pic.twitter.com/R1FQ61pyr4
— Indian Football Team (@IndianFootball) August 1, 2025
তবে খালিদের পথ মোটেই সহজ নয়। সামনের দিনে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতীয় দলকে প্রস্তুত করতে হবে তাঁকে। পাশাপাশি দলে নতুন রক্ত সঞ্চার, কৌশলগত পরিবর্তন এবং মনোবল বৃদ্ধি সব কিছুতেই রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
AIFF Executive Committee approved the appointment of Khalid Jamil as Indian Football Team Head coach