শেষ আইলিগে খুব একটা সুবিধা করতে পারেনি নামধারী এফসি (Namdhari FC)। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই শেষ হয়েছিল মরসুম। তবে সেই হতাশা কাটিয়ে নতুন মরসুম সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাঞ্জাবের এই ফুটবল দলের। সেই অনুযায়ী নিজেদের সীমিত শক্তি নিয়েই দল সাজিয়েছিল দ্বিতীয় ডিভিশন লিগের এই ফুটবল ক্লাব। তারপর গত বুধবার থেকে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করে নামধারী। যেখানে তাঁদের প্রথম ম্যাচ ছিল সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে। পূর্ণ সময় শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দল।
গোল করেন যথাক্রমে ভূপিন্দর সিং এবং ক্লেডসন ডে সিলভা। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধে গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। অমীমাংসিত ফলাফলে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘনঘন আক্রমণ করতে শুরু করেছিল আইলিগের দলটি। তারপর ৭৮ মিনিটের মাথায় ভূপিন্দরের গোল অনায়াসেই এগিয়ে দেয় এই ফুটবল দলকে। তবে এর পরে ও বেশ কয়েকবার ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে গিয়েছিল সাউথ ইউনাইটেড। কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না তাঁদের পক্ষে।
অপরদিকে প্রথম গোলের প্রায় সাত মিনিট পর ফের গোল করে যায় নামধারী। এবার ব্যবধান বাড়িয়ে দেন ক্লেডসন। তারপর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না সাউথ ইউনাইটেডের ফুটবলারদের। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ড কাপ শুরু করে নামধারী। হাতে বেশ কিছুদিন সময় রয়ে গিয়েছে এখন। তারপর আগামী ৬ই আগস্ট ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে।
প্রথম ম্যাচে এই সাউথ ইউনাইটেডকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছিল অস্কার ব্রুজনের ছেলেরা। এবার আরও শক্তিশালী হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড। কিন্তু তবুও সীমিত শক্তি নিয়েই লাল-হলুদকে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ নামধারী দলের।