কলকাতা: শহরের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল এসএসকেএম (SSKM Hospital) ফের অগ্নিকাণ্ডের ঘটনায় শিরোনামে। মঙ্গলবার দুপুর নাগাদ হাসপাতালে জরুরি বিভাগের (Emergency Department) সামনে থাকা ডিসপ্লে বোর্ডে আচমকা আগুন লাগে। ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় হাসপাতালে ভর্তি থাকা রোগী, তাদের পরিজন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। হাসপাতালে থাকা ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের জেরে বড় ধরনের ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো চত্বরজুড়ে।
ঘটনাটি ঘটে এমন সময়, যখন কলকাতায় টানা বৃষ্টি হচ্ছিল। ভিজে পরিবেশের মধ্যেই আগুন লাগার ঘটনাটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। হাসপাতালের ইমারজেন্সি বিভাগের সামনে সবসময়ই ভিড় থাকে। রোগী ভর্তি করানোর জন্য সেখানেই বেড টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। ফলে, দীর্ঘ লাইন থাকা স্বাভাবিক। সেই অবস্থায় ডিসপ্লে বোর্ডে আগুন লাগায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিরাপত্তারক্ষীরা ইমার্জেন্সির সামনে দড়ি দিয়ে ঘিরে দেন। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। দ্রুত হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক দল এবং কলকাতা ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার এসএসকেএম হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২০২২ সালের নভেম্বর মাসে হাসপাতালের ইমারজেন্সি বিল্ডিংয়ের পিছনে থাকা সিটি স্ক্যান বিভাগের দোতলায় অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছিল। পরিষেবা ব্যাহত হয়েছিল কয়েকদিন ধরে। তার আগে, ২০১৬ সালের নভেম্বর মাসেও একই রকম বড় অগ্নিকাণ্ড ঘটেছিল হাসপাতালের একাংশে।
এই পুনঃপুন ঘটনার জেরে প্রশ্ন উঠছে, হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আদৌ কতটা কার্যকর? একটি বৃহৎ সরকারি হাসপাতাল, যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী ও পরিজন আসেন, সেখানে পরিকাঠামোগত ত্রুটি থাকলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে—এমনটাই আশঙ্কা করছেন বহুজন।
উল্লেখযোগ্যভাবে, এসএসকেএম-এর একেবারে উল্টোদিকে রয়েছে একটি স্কুল। দিনের বেলাতেই এই আগুন লাগার ঘটনা ঘটে। ফলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত বলেই মনে করছেন অনেকে।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখার দাবি তুলেছেন সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন। সাময়িক সমাধান নয়, হাসপাতালগুলির জন্য দীর্ঘমেয়াদি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সময় এসেছে—এমনটাই মত বিশিষ্টজনদের।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও আতঙ্কের রেশ রয়েছে এসএসকেএম চত্বরে। প্রশ্ন উঠছে, কবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে একেবারে নির্ভরযোগ্য অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে?