‘ইলেভেন’ লিখতে গিয়ে কুপোকাত শিক্ষক! সরকারি স্কুলে ক্লাসরুমের ভিডিয়ো ফাঁস

রাইপুর: সরকারি স্কুলে শিক্ষকদের বুনিয়াদি জ্ঞান ঘাটতির চিত্র সামনে আসতেই শিক্ষা ব্যবস্থার ভিত্তিই যেন কেঁপে উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বিস্ফোরক ভিডিও, যেখানে দেখা…

‘ইলেভেন’ লিখতে গিয়ে কুপোকাত শিক্ষক! সরকারি স্কুলে ক্লাসরুমের ভিডিয়ো ফাঁস

রাইপুর: সরকারি স্কুলে শিক্ষকদের বুনিয়াদি জ্ঞান ঘাটতির চিত্র সামনে আসতেই শিক্ষা ব্যবস্থার ভিত্তিই যেন কেঁপে উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বিস্ফোরক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষক পর্যন্ত ইংরেজি শব্দ “eleven”, “eighteen”, “nineteen”–এর সঠিক বানান বলতে কিংবা লিখতে হিমশিম খাচ্ছেন (teachers fail to spell ‘eleven’)৷ ছত্তিশগড়ের বলরামপুর জেলার একটি স্কুলের এই করুন ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

‘ইলেভেন’ লিখতে গিয়ে কুপোকাত শিক্ষক! সরকারি স্কুলে ক্লাসরুমের ভিডিয়ো ফাঁস

   

ঘটনাটি ঘটেছে বলরামপুর জেলার ঘোড়াসোট গ্রামে, মদওয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যাচ্ছে, ভিডিওটি সম্প্রতি স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে সামনে আসে। তাতে দেখা যায়, স্কুলের শিক্ষকরা সাধারণ প্রশ্নের উত্তর দিতেও হিমশিম খাচ্ছেন। এক শিক্ষককে জিজ্ঞেস করা হয় ‘eleven’ বানান কী—তিনি চুপ করে থাকেন, ভুল বানান বলেন, আবার পাশে থাকা আরেকজনও নিশ্চুপ।

অবাক করার মতো বিষয় হল, শিক্ষকরা জেলার জেলা শাসক কিংবা পুলিশ সুপারের নামও বলতে পারেননি।এই ভিডিও সামনে আসতেই উঠেছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছে, যেখানে শিক্ষকরাই শিশুদের শেখানোর দায়িত্বে, সেখানে তাঁরাই যদি এতটা অযোগ্য হন, তবে সেই শিশুদের ভবিষ্যৎ কোথায়?

Advertisements

উল্লেখযোগ্যভাবে, বলরামপুর কোনও প্রত্যন্ত এলাকা নয়। বহু সরকারি প্রকল্প, শিক্ষক নিয়োগ ও শিক্ষা খাতে বরাদ্দ এই জেলায় হয়েই থাকে, কিন্তু বাস্তবচিত্র যে কতটা করুণ, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা আধিকারিক (DEO) জানিয়েছেন, তদন্ত শুরু হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তবে স্থানীয় সূত্রের অভিযোগ, সাংবাদিকদের স্কুল চত্বরে প্রবেশ করতে না দেওয়ার মৌখিক নির্দেশও জারি করেছিলেন DEO, যা প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকা নিয়েও।

এই ঘটনার ফলে আবারও সামনে এল রাজ্যের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার অন্তঃসারশূন্যতা। প্রশ্ন উঠেছে, শুধু অবকাঠামো নয়, মানব সম্পদের মানোন্নয়নে কোনও কার্যকর পরিকল্পনা আদৌ আছে কি?