কলকাতা: ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে ভাষা প্রতিবাদ আন্দোলন। সেই মঞ্চ থেকেই ফের উত্তাপ ছড়াল রাজ্য রাজনীতিতে। বাঁকুড়ার জয়পুরে রবিবার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের গৃহবন্দি করে রাখার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল (TMC BJP house arrest threat)। পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছে বিজেপি।
রবিবার জয়পুরে আয়োজিত ভাষা প্রতিবাদ আন্দোলনের সভায় কৌশিক বলেন, “ভিন রাজ্যে যদি কোনও বাঙালি শ্রমিকের উপর অত্যাচারের ঘটনা ঘটে, তাহলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এ রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড করে তাঁদের গৃহবন্দি করে রাখা হবে।” তিনি আরও জানান, “আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাব। বাংলার মানুষের নিরাপত্তা রক্ষায় তৃণমূল সর্বদা পাশে থাকবে।”
এই মন্তব্য ঘিরে স্বভাবতই চড়তে থাকে রাজনৈতিক পারদ। কৌশিক বটব্যাল পরে ব্যাখ্যা করে বলেন, কোনও উসকানিমূলক উদ্দেশ্য নয়, মানুষের রোষেই বিজেপি নেতারা গণতান্ত্রিকভাবে ঘেরাও হতে পারেন। তাঁর মতে, ভাষা ও প্রবাসী বাঙালিদের সম্মান রক্ষায় এই প্রতিবাদ স্বাভাবিক।
তবে এই বক্তব্যকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “তৃণমূল এখন রাজনৈতিক বাজার গরম করতে এসব মন্তব্য করছে। ক্ষমতা থাকলে দেখাক কীভাবে আমাদের গৃহবন্দি করে। বাংলার মানুষ সব দেখছে।”
রাজনীতির মাঠে এই ধরনের ‘গৃহবন্দি হুঁশিয়ারি’কে শাসকদলের রাজনৈতিক হুমকি হিসেবেই দেখছে বিরোধীরা। তবে তৃণমূল নেতৃত্বের তরফে এই মন্তব্যকে সম্পূর্ণ ব্যক্তিগত মত বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত।
এখন দেখার, রাজ্য রাজনীতিতে এই মন্তব্য আরও কী মাত্রায় প্রভাব ফেলে। ভাষা ও জাতিসত্তার প্রশ্নে উত্তাল বাংলায় ফের একবার উত্তেজনার কেন্দ্রে বাঙালি পরিচয় ও নিরাপত্তার প্রশ্ন।