দিল্লি: সোমবার লোকসভায় শুরু হচ্ছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিশেষ আলোচনা। তার আগেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে কটাক্ষ করলেন সংসদীয় কার্য মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju Pakistan warning)। এক্স-এ (প্রাক্তন টুইটার) তিনি লেখেন, “যখন রাবণ লক্ষ্মণ রেখা অতিক্রম করেছিল, তখন লঙ্কা জ্বলেছিল। যখন পাকিস্তান ভারতের টানা রেখা পেরোয়, তখন আগুনে পুড়েছে জঙ্গি ঘাঁটি।”
‘অপারেশন সিঁদুর’
উল্লেখ্য, কাশ্মীরের পাহেলগাঁওয়ে সেনার উপর জঙ্গি হামলার পরই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লোকসভায় এই অভিযানের বিস্তারিত তুলে ধরবেন। সরকারের দাবি, এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ছিল সফল, কড়া এবং নির্ধারক- যার মাধ্যমে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে।
তবে শুধু সাফল্যের দিক নয়, এই আলোচনায় সরকারকে চাপে ফেলতে তৈরি বিরোধী দলগুলি। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরেই বিরোধীরা সরকারকে কোণঠাসা করতে পারে। ট্রাম্প দাবি করেছেন, “নিউক্লিয়ার যুদ্ধ এড়াতে আমি হস্তক্ষেপ করি, ভারত-পাকিস্তানকে একটি যুদ্ধবিরতিতে সম্মত করাই।”
যুদ্ধবিরতি
এই নিয়ে ইতিমধ্যেই নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, “পাকিস্তানের অনুরোধে দুই দেশের সেনাপ্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছিল। তারপরই সাময়িকভাবে সীমান্তে গুলি চালানো ও সামরিক অভিযান বন্ধ রাখা হয়।”
আজকের লোকসভার আলোচনায় সেই সব প্রসঙ্গও উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।