নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরমের সাম্প্রতিক মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে (BJP Slams Chidambaram)। চিদম্বরম ‘হোমগ্রোন’ জঙ্গির সম্ভাবনার কথা বলায় বিজেপি অভিযোগ তুলেছে, তিনি ফের পাকিস্তানকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করেছেন এবং জাতীয় নিরাপত্তা নিয়ে আপস করেছেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিদম্বরম বলেন, “এনআইএ কি এখনও নিশ্চিত করতে পেরেছে, হামলাকারীরা কারা বা কোথা থেকে এসেছিল? হতে পারে তারা দেশীয় জঙ্গি। কেন ধরে নেওয়া হচ্ছে, তারা পাকিস্তান থেকে এসেছে? এখনও কোনও প্রমাণ নেই।”
এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলের আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, “যখনই পাকিস্তান-স্পন্সর্ড সন্ত্রাসবাদের মুখোমুখি হয় আমাদের বাহিনী, তখনই কংগ্রেস নেতারা যেন ইসলামাবাদের ডিফেন্স ল’ইয়ার হয়ে ওঠেন।” তিনি আরও বলেন, “পহেলগাঁও হামলার পর আবারও কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিতে তৎপর হয়েছে। কেন প্রতিবার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে পাকিস্তানের পক্ষে কথা বলেন কংগ্রেস নেতারা?”
চিদম্বরমের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। তার কটাক্ষ, “সন্ত্রাস ও পাকিস্তান সংক্রান্ত বিষয় এলে পাকিস্তান নিজেও নিজেদের পক্ষে এত জোরালোভাবে সাফাই দেয় না, যতটা ‘রাহুল-অধিকৃত কংগ্রেস’ দেয়। কী এমন বাধ্যবাধকতা যে কংগ্রেস বারবার পাকিস্তানের পক্ষ নেয়?” তিনি বলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য জাতীয় নিরাপত্তা নিয়ে কংগ্রেসের মানসিকতাকে নগ্ন করে দিচ্ছে।
চিদম্বরমের বিরুদ্ধে বিজেপি এর আগেও ‘স্যাফরন টেরর’ বিতর্কের প্রেক্ষিতে বারবার নিশানা করেছে। এবার পহেলগাঁও হামলার পর তাঁর মন্তব্যকে ঘিরে ফের কংগ্রেসের ‘দুর্বল জাতীয় অবস্থান’-এর অভিযোগ তুলল শাসক দল।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একাধিক নিরাপত্তা কর্মী প্রাণ হারান। এই ঘটনার তদন্ত এখনও চলছে। কিন্তু চিদম্বরমের মন্তব্যে সেই তদন্তকে ঘিরেই বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি বিজেপির।