সপ্তাহের শুরুতে তেল ভরাবেন? জেনে নিন আজকে পেট্রোল-ডিজেলের দর

কলকাতা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা অব্যাহত। সেই প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও। রবিবার (২৮ জুলাই) ভারতের সরকারি তেল সংস্থাগুলি নতুন পেট্রোল-ডিজেলের দর…

Petrol diesel rates today

কলকাতা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা অব্যাহত। সেই প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও। রবিবার (২৮ জুলাই) ভারতের সরকারি তেল সংস্থাগুলি নতুন পেট্রোল-ডিজেলের দর প্রকাশ করেছে। নতুন তালিকায় দেশের একাধিক শহরে আবারও সামান্য হারে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (Petrol diesel rates today)।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ফের ৭০ ডলারের ঘরে পৌঁছেছে, যা পরোক্ষে দেশীয় বাজারেও চাপ তৈরি করছে। ফলে মাঝেমধ্যেই পাম্পে গিয়ে বেশি দাম গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

   

দেশের চার মেট্রো শহরে আজকের দাম

কলকাতা:
পেট্রোল – ১০৫.৭৫ টাকা/লিটার
ডিজেল – ৯১.৭৬ টাকা/লিটার

নয়াদিল্লি:
পেট্রোল – ৯৪.৭২ টাকা/লিটার
ডিজেল – ৮৭.৬২ টাকা/লিটার

মুম্বই:
পেট্রোল – ১০৩.৪৪ টাকা/লিটার
ডিজেল – ৮৯.৯৭ টাকা/লিটার

চেন্নাই:
পেট্রোল – ১০০.৭৬ টাকা/লিটার
ডিজেল – ৯২.৩৫ টাকা/লিটার

Advertisements

কোন শহরে কত?

গৌতমবুদ্ধ নগর (উত্তরপ্রদেশ):
পেট্রোল বেড়ে হয়েছে ৯৫.১৪ টাকা/লিটার (২৭ পয়সা বৃদ্ধি), ডিজেল ৮৮.৩৫ টাকা/লিটার (৩০ পয়সা বৃদ্ধি)।

গাজিয়াবাদ:
পেট্রোল ৯৪.৫১ টাকা/লিটার (১৬ পয়সা বৃদ্ধি), ডিজেল ৮৭.৬৭ টাকা/লিটার (১৮ পয়সা বৃদ্ধি)।

পাটনা (বিহার):
পেট্রোল ১০৫.৭৭ টাকা/লিটার (২৭ পয়সা বৃদ্ধি), ডিজেল ৯১.৮৫ টাকা/লিটার (২৬ পয়সা বৃদ্ধি)।

এখনই মিলছে না ছাড়

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা যতদিন না স্বাভাবিক হয়, ততদিন ঘনঘন এই ওঠানামা জারি থাকবে। পেট্রোল-ডিজেলের উপর করের ভার থাকায় এখনও সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন না।