নয়া ফুটবল মরসুমের জন্য অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গতবার অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও সেই অতীত দূরে ঠেলে এবার সাফল্য পাওয়াই এখন অন্যতম লক্ষ্য কেরালার এই ফুটবল ক্লাবের। তাই সবদিক মাথায় রেখেই এবার একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে টানার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল তাঁদের। বিগত কয়েক সপ্তাহ ধরেই সেইমতো একাধিক ফুটবলারদের দলে টানে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাব।
যার মধ্যে ব্যাপকভাবে উঠে এসেছিল পাঞ্জাবের বেশ কয়েকজন দাপুটে ফুটবলারের নাম। যার মধ্যে অন্যতম ছিলেন হরপ্রীত সিং। গত মরসুমে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের ক্লাব নামধারী এফসির হয়ে খেললে ও এবার নতুন সিজনের জন্য তাঁকে দলে টেনেছে গোকুলাম। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে। তবে শুধুমাত্র নতুন ফুটবলার চূড়ান্ত করাই নয়। সাফল্যের দিক নজরে রেখেই গতবারের দলের বেশকিছু ফুটবলারদের রিলিজ করার পরিকল্পনা ছিল আইলিগ জয়ী এই দলের।
যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল সালাম রঞ্জন সিংয়ের নাম। গত রবিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয় গোকুলাম কেরালা এফসি। উল্লেখ্য, শেষ সিজনে আইলিগে দলের হয়ে খেলেছিলেন প্রায় ১২টি ম্যাচ। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে দলের হয়ে একটি ম্যাচ খেলার সৌভাগ্য হলেও নতুন সিজনে তাঁকে রাখতে আগ্ৰহী ছিল ম্যানেজমেন্ট। সেইজন্য, চলতি বছরের গত মে মাসে তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আর তা নবীকরণ করেনি গোকুলাম শিবির।