গতবারের হতাশা কাটিয়ে এবার ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। সেইমতো বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ময়দানের এই প্রধান। এবারের কলকাতা ফুটবল লিগে জয় দিয়ে শুরু করলেও ধাক্কা খেতে হচ্ছিল পরবর্তী ম্যাচ গুলিতে। যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। সেই হতাশা কাটিয়ে মরসুমের প্রথম ডার্বি ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের এই প্রধান। সেটাই হল শেষ পর্যন্ত। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করল মশাল ব্রিগেড।
দলের হয়ে এদিন গোল করেছেন জেসিন টিকে থেকে শুরু করে সায়ন বন্দোপাধ্যায় (Sayan Banerjee) এবং ডেভিড লালহানসাঙ্গা। তবে শুধুমাত্র গোল নয়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অ্যাসিস্টে গোলও পেয়েছেন সতীর্থ ফুটবলার। প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধে ও যথেষ্ট দাপটের সাথে খেলেছেন এই বাঙালি ফুটবলার। তাই অনায়াসেই ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে বিবেচিত হন লাল-হলুদের এই ফুটবলার। তারপর ইলিশ মাছ নিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় দলের এই ফুটবলারকে। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকল লাল-হলুদ সমর্থকদের। তবে লড়াইটা মোটেও সহজ ছিল না।
প্রথমার্ধে দল দুই গোলে এগিয়ে থাকলেও পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধে অনায়াসেই দুটি গোল তুলে নিয়েছিল মোহনবাগান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ডেভিডের হেড বদলে দেয় ম্যাচের রঙ। যদিও সেটাই প্রথম নয়। প্রথমার্ধে তাঁকে ফাউল করার পর বিতর্কিত সিদ্ধান্ত ছিল রেফারির। এমনকি দ্বিতীয়ার্ধের শেষ কোয়ার্টারে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি তিনি। ডেভিডের এমন সিদ্ধান্ত কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে দলের কোচকে।