মিলন পণ্ডা, খেজুরি: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে খেজুরিতে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১ ও খেজুরি ২ ব্লকের দুটি গুরুত্বপূর্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন (Cooperative Societies) সমিতির নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যাপক সাফল্য অর্জন করল। বিজেপি সমর্থিত প্রার্থীরা কার্যত ধরাশায়ী হলেন।
শনিবার খেজুরি-১ ব্লকের বিক্রামনগর কল্যাচক ঠাকুরনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯টি আসনের পরিচালন সমিতির নির্বাচন হয়। এই নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই প্রার্থী দেয়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বিকেলে ভোট গণনার পরে জানা যায়, সবকটি ৯টি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বিজেপি একটি আসনেও জয় পায়নি।
এই সমবায়টি আগে থেকেই তৃণমূলের দখলে ছিল। সেই দখল আরও দৃঢ়ভাবে ধরে রাখল শাসক দল। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭০৩, যার মধ্যে ৬৩১টি ভোট পড়েছে। ভোটের ফলাফল প্রকাশ হতেই সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী ও নেতৃত্ব। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান নায়ক, ব্লক সভাপতি অরূপ দাস সহ অন্যান্যরা।
অপরদিকে, খেজুরি-২ ব্লকের দেখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনও হয় একই দিনে। এখানেও ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা। তৃণমূল জয়ী হয় ৬টি আসনে, বিজেপি পায় ৩টি আসন। মোট ৬৬১ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৬৪৯টি।
এই নির্বাচনের মাধ্যমে খেজুরির বিজেপি অধ্যুষিত এলাকায় শাসক দলের বড়সড় প্রবেশ ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই জয়ের পর তৃণমূলের খেজুরি-২ ব্লক সভাপতি সমুদ্ভব দাশ এবং জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ দাস জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান।
জয়ের পর বিজেপিকে কটাক্ষ করে পূর্ব মেদিনীপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জালাল উদ্দিন খান বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। বিজেপির ভন্ড রাজনীতির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনেও তারা জবাব দেবে।”
তবে অন্য সুর বিজেপির। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি তাপস দলাই বলেন, “ভয় দেখিয়ে এবং পুলিশি সহায়তায় তৃণমূল ভোট লুট করেছে। এ জয়ের মূলনায়ক তৃণমূল নয়, পুলিশ।”
এই দুই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয় আগামী দিনে এলাকায় দলের সাংগঠনিক ক্ষমতা আরও মজবুত করবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।